• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

* একটা কম্পিউটারের অন্তত দশ লক্ষাধিক শক্তিশালী হওয়া লাগবে মানবমস্তিস্কের সমান কাজ করতে হলে ।
* একটা নয়া মডেলের শক্তিশালী কম্পিউটার একটা .১ গ্রাম
ওজনের গোল্ডফিসের মস্তিস্কের সমানও কাজ করতে সক্ষম নয় ।
* মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক।মোট শক্তির ২০% ।
* প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য ।
* পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায়
১০০০মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়েচলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে ।
* পৃথিবীতে বছরে প্রায় ১০০০০০০ এরও বেশী ভুমিকম্প হয়ে থাকে ।
* প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বজ্রপাত
পৃথিবীতে হয়ে থাকে ।
* ১২৫০ সালে রজার বেকন আতশী কাচ আবিস্কার করেন ।
* ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ সালে ।
* এযাবৎকালের সবচেয়ে উচুতম গাছটি হলএকটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা ৪৩৫ ফুটের মতো ।
* ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে ।
* ১৯৬২ সালে প্রথম টেলিফোন
এবং টিভি সিগন্যাল রিলেতে সক্ষম
যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন
করা হয় ।
*সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের ৬০ সেকেন্ডের মতো সময় লাগে ।
* একজন পুরুষ দেহে এক সেকেন্ডে প্রায়১০০০ কোষ শুক্র তৈরী হয়,
প্রায় ৮৬০০০০০০ এক দিনে ।
* যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ
এন্ড্রোমিডাতে যেতে বিশ লক্ষ বছর
লাগবে ।
* সবচেয়ে বড় মরুভূমি সাহারার আয়তনপ্রায় ৩,৫০০,০০০ বর্গ মাইল ।
* মাধ্যাকর্ষন শক্তি থেকে বের
হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল
গতিতে চলতে হয় ।
* আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হলপৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটারাইনোসোরাস গুবরে তার
নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন
বেশী বইতে পারে ।
* লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে ।
কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে ।
* মানব হৃৎপিন্ডদিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
* মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন
বেচে থাকতে পারে ।
* অধিকাংশ ক্ষেত্রেই দিন অপেক্ষা রাতেই শিশু জন্মহার বেশী ।
* শিকারের কারনে বিলুপ্ত হবার প্রায়
১০০ বছর পর ১৫০৭ সালে ডোডো আবিস্কার হয় ।
* ৪,৮০০ বছর আগে মিশরীয়রা ৩৬৫ দিনের বছর সম্পর্কে জানতো ।
পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ । —

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন