• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩


দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে

সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো। এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না।

এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।

সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সম্প্রতি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ মার্চ মাসেই চট্টগ্রামের যানজট নিরসনের জন্য সার্কুলার ট্রেন চালু করার কথা জানিয়েছিলেন।




You Can ✿⊱╮ Like ✔ Tag ✔ Share ✔ ✿⊱╮ If you really Like

বিশ্বে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়ছে হু হু করে। এ সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। আর এ সংখ্যা বাড়াচ্ছে নিত্যনতুন ঘরানার স্মার্টফোন।

তবে এ বিপুল বাজারের চাহিদা মেটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হুয়াওয়ে এবং জেডটিই। অ্যাপল আর স্যামসাংকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি করতে চীনের এ দু প্রতিষ্ঠানই এ বছর বাড়তি উদ্যোগ নিয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এদিকে উন্নয়নশীল দেশগুলোতে ফিক্সডলাইন টেলিফোন নেটওয়ার্ক গ্রাহকদের ইন্টারনেটমুখী করতে ব্যর্থ হচ্ছে। এ ছাড়াও কলরেট দূর্বল হওয়ায় তা ইমার্জিং বাজারের জন্য মোটেও সহজলভ্য এবং ভোক্তাবান্ধব নয়। এ বাজার প্রতিযোগিতায় স্মার্টফোন অনেক বেশি গ্রাহককে ইন্টারনেটবান্ধব করে তুলছে। ইন্টারনেট গ্রাহক বাড়ার সঙ্গে যে কোনো দেশের অর্থনৈতিক কাঠামোও মজবুত হচ্ছে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও গতি পাচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পর ইমার্জিং মার্কেটে নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ায় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়ছে। টুইট এবং অনলাইন ভিডিও চাহিদায় এ ইন্টারনেটে বাজার তৈরি হচ্ছে।

তবে স্মার্টফোনের বাজারেও একচ্ছত্র কোনো অধিপত্য নেই। দামের কারণে এ গ্রাহক সংখ্যা যতটা গতিতে বাড়তে পারত তা এগোচ্ছে না। অর্থাৎ এখনও উন্নয়নশীল দেশের গ্রাহকেরা স্মার্টফোন আগ্রহী হলেও তা থেকে রীতিমত বঞ্চিত হচ্ছে।

এ প্রসঙ্গে ভারতি এয়ারটেলের ভারতের প্রধান নির্বাহী মনোজ কোহেলি বলেন, সাধারণ ফোন ছেড়ে নতুন গ্রাহকেরা সরাসরি স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। কিন্তু স্মার্টফোনের দামের আধিক্যের কারণে এ বাজার আরও সুসম্প্রসারিত হওয়ার পথে বাধাগ্রস্থ হচ্ছে।

এ মুহূর্তে প্রযুক্তিপ্রেমীরা মোবাইলের হাত ধরেই সরাসরি ইন্টারনেটের বিশ্বে প্রবেশ করছে। এ বিষয়ে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে তথ্যচিত্র তুলে ধরেন মনোজ কোহেলি।

এরই মধ্যে স্মার্টফোনের দাম কমিয়ে আনতে কাজ শুরু করেছে বিশ্বের শীর্ষ নির্মাতারা। তবে দামের আধিক্যেয় এগিয়ে আছে অ্যাপল আর স্যামসাং। এ মুহূর্তে দামের তালিকায় একেবারে ওপরে আছে আইফোন এবং গ্যালাক্সি এসথ্রি স্মার্টফোন।

এদিকে চীনের আরেক শীর্ষ নির্মাতা লেনোভো পিসি আর ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত হলেও এবারে দেখা মিলবে স্মার্টফোনের তালিকায়। এ মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহৎ স্মার্টফোন নির্মাতা হচ্ছে লেনোভো। আর শুধু চীনের বাজারে অবস্থান করেই তারা এ তালিকায় চলে এসেছেন।

তবে লেনোভো স্মার্টফোন এখন চীনের সীমানা ছাড়িয়ে ইন্দোনেশিয়া, ভারত এবং রাশিয়ায় ছড়িয়ে পড়ছে। মধ্যবিত্ত গ্রাহকের চাহিদা আর সামর্থ্যকে আমলে নিয়েই এ উৎপাদন পরিকল্পনা সাজানো হচ্ছে।

মধ্যবিত্তের জন্য চীনের দু বিখ্যাত নির্মাতা হুয়াওয়ে এবং জেডটিই অ্যাপল এবং স্যামসাংয়ের তুলনায় টাচস্ক্রিন, দ্রুত গতির প্রসেসর এবং ভালো মানের ক্যামেরাযুক্ত ১০০ ডলারের স্মার্টফোন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। এ নিয়ে উন্নয়ন কাজও চলছে অবিরাম।

তবে ইমার্জিং এশিয়ায় স্মার্টফোনের ব্যাপক বাজার চাহিদা তৈরি হচ্ছে। ২০১২ সালের হিসাবে আফ্রিকার মাত্র ৪ ভাগ গ্রাহক স্মার্টফোন ব্যবহার করে। তবে এ পরিসংখ্যান এশীয় অঞ্চলে এসে ১১ ভাগে উন্নীত হয়েছে। তবে স্মার্টফোনের ভোক্তার হিসাবে ৪৭ ভাগ দখলে নিয়েছে উত্তর আমেরিকা।

প্রসঙ্গত, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যেই ১৬০ কোটি নতুন স্মার্টফোন গ্রাহক তৈরি হবে। আর এ বিপুল সংখ্যাক গ্রাহকের ৬১ ভাগই এশীয় অঞ্চলের নিয়ন্ত্রণে থাকবে। মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধিতে আফ্রিকা ৬.৫ ভাগ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে উঠে এসেছে। টেলিকম গবেষণা উপদেষ্টা প্রতিষ্ঠান লেনোভো এ তথ্য দিয়েছে।

এ প্রসঙ্গে লেনোভোর প্রধান নির্বাহী ইয়াঙ্গ ইয়াংকিং বলেন, স্মার্টফোনের বাজারে কঠিন দামের প্রতিযোগিতা থাকার পরও শুধু চীনে ১৩০ কোটি স্মার্টফোন গ্রাহক তৈরি হয়েছে। ২০১২ সালে পুরো বিশ্বের মোবাইল ফোন বিক্রির ৭০ ভাগই ছিল স্মার্টফোন। এ চাহিদা এশিয়া এবং রাশিয়ায় সবচেয়ে বেশি বাড়ছে।

চীনের লেনোভো স্মার্টফোন ব্যবসায়ীকভাবে সফল। আর এ ধারা এশিয়ার বাজারেও ছড়িয়ে যাবে। ফলে দামের তুলনায় এশিয়ার বাজারে লেনোভো স্মার্টফোন শক্ত বাজার চাহিদা তৈরি করবে।

News Source :বাংলানিউজটোয়েন্টিফোর

বিশ্বের অন্য বাজারে অপারেটদের সঙ্গে ব্যবসা চুক্তির সুবাদে স্মার্টফোনের দাম অনেকাংশে কমিয়ে এনে লোভনীয় দামে বিক্রি করা সম্ভব। কিন্তু এশিয়ার বাজারে শুধু পণ্যের ওপরই এ দাম পুরোপুরি নির্ভর করে। ফলে এ বাজারে নতুন চুক্তিতে স্মার্টফোনের দাম কমিয়ে আনার পরিকল্পনাও করছে শীর্ষ নির্মাতারা।
আইফোনটির যন্ত্রাংশের দামের একটি হিসাব করেছে। ইউবিএমের হিসাব অনুসারে আইফোন পঁাচ তৈরিতে অ্যাপলের যন্ত্রাংশ বাবদ খরচ হয়েছে ১৬৮ ডলার। তুলনামূলকভাবে আইফোন ৪ এসের খরচ ছিল ১৩৩ ডলার আর আইফোন ৪ এর খরচ ছিল ১১২ ডলার। আইফোন ৫ এ সবচেয়ে দামি যন্ত্রটির নাম এ৬ প্রসেসর, যা তৈরিতে খরচ পড়েছে ২৮ ডলার। এরপর রয়েছে ২৫ ডলার মূল্যের ফোরজি এলটিই মডেম, ১৮ ডলারের ডিসপ্লে।
প্রযুক্তি বিশ্লেষকরা হিসেব করে দেখেছেন ১৬ গিগাবাইট মডেলের আইফোন ৫ তৈরিতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে সাকুল্যে তার দাম পড়েছে ১৬৮ ডলার, আর অ্যাপল তা বিক্রি করছে ৬৪৯ ডলারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইউবিএম ১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন প্রযুক্তি বিশ্লেষকরা অবশ্য আইফোন ৫ বিশ্লেষণ না করেই এই হিসাব করায় এ হিসাব যে একেবারে সঠিক তা মনে করছেন না। ২১ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে আইফোন ৫। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন এ বছরের শেষ নাগাদ আইফোন ৫ নিয়ে ব্যবসা করে প্রায় ৩৬০ কোটি ডলার ঘরে তুলবে অ্যাপল। এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইফোন ৫ এর ব্যবসা যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • 120312-iphone


অবাক হচ্ছেন? সত্যি অবাক করা এই কাণ্ডটি ঘটাতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি দল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) থেকে শিক্ষার্থীদের পাঁচটি দল এবার নাসার লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে। আর এই প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার কেনেডি স্পেস সেন্টারে তৈরি করা হয়েছে কৃত্রিম চাঁদ। যেখানে চাঁদের বালুর আদলে তৈরি করা হয়েছে একটি জায়গা, যার পরিবেশ থাকবে চাঁদের পরিবেশের মতো। সেই চাঁদের আদলে তৈরি জায়গা থেকেই বালু তুলে আনতে হবে রোবটের মাধ্যমে। অস্ট্রেলিয়া, কানাডা, কলাম্বিয়া, পোল্যান্ড, মেক্সিকো ও ভারতসহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতার আসর বসবে ২০ থেকে ২৪ মে।
এই মহারণে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবট কারিগরের দল ‘বুয়েট মেকাট্রন’। ২০ জন শিক্ষার্থীর এই দলটি তৈরি করেছে প্রতিযোগিতা উপযোগী রোবট। শিক্ষার্থীদের এই দলের মধ্য থেকে ১২ জন তাদের রোবট নিয়ে হাজির হবেন নাসার কেনেডি স্পেস সেন্টারে। তাঁরা হলেন জাবির আহমেদ, রেজওয়ান আহমদ, পারভেজ আহমদ, তানভীর আলম, এম এ আওয়াল, এস এম সায়েক ইবনে ফারুকী, মোহাম্মদ নাসিম ইমতিয়াজ খান, আদিব নাইহান, জুবায়ের ইবনে রব্বানি, আজিমুর রহমান, কে এম মফিজুর রহমান, খন্দকার সামিউর জামান, ইকরাম শিমুল, নাবিদ মুস্তফা। চুয়েটের দলটির নাম ‘চুয়েট টার্মিনেটরস’ তাদের রোবটের নাম টার্মিনেটর। চার সদস্যের এই দলের সদস্যরা হলেন শায়েখ আহমেদ, রিমি ইশান, রিফাত মাহমুদ, নাহিন বাহার চৌধুরী।
প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দলের নাম ‘টিম এনএসইউ নাসা লুনাবোটিকস-১৩’. সাত শিক্ষার্থীর এই দলে আছেন জুবায়ের এম তানভির, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম খান, মিনহাজ আহমেদ, তৌফিক জামান, শাহরিয়ার তাসরিফ ও নিকিতা মাহজাবিন।

রোবট ‘লুনাশিয়ান জি-২’ নিয়ে প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী ইশতিয়াক রহমান, রিয়াসাত সিয়াম ইসলাম, আবরার আহমেদ, মেহরান নাজিব, আশিক উল্লাহ মোহাম্মদ, জিসান মনসুর আলী, আসিফ আল নূর, শদমান নাফিস, এ এফ এম জুনায়েদ, আসিফ নেওয়াজ খান, আবদুল্লাহ বিন শামস, ইমতিয়াজ নূর, আদিব বিন রশীদ ও সানাউল ইসলাম।


আসুন শেয়ার করে তাদের সফলতা কামনা করি

আপনাদের প্রিয় ব্লগ টিউনারপেজে যুক্ত করা হয়েছে চমৎকার একটি নতুন ফিচার নাম করন করা হয়েছে "যাদুর বাক্স"। ব্লগের যে কোন পেজে গিয়ে উপরে মেনুতে যাদুর বাক্স এ কয়েকবার ক্লিক করেই দেখুন..বার বার ক্লিক করতেই থাকবেন...

টিউনারপেজ - অ,আ,ক,খ প্রযুক্তি এখন আমার ভাষায়।
http://www.tunerpage.com/



সম্প্রতি বাংলাদেশে হ্যাকড হয়ে থাকা কয়েকটি ওয়েবসাইটের মধ্যে থেকে আজ মঙ্গলবার মধ্য রাতে ৪ টি সাইট রিস্টোর করে দিয়েছে বাংলাদেশ সাইবার আর্মি নামের দেশি হ্যাকার সংগঠন। বাংলাদেশ সাইবার আর্মির অফিসিয়াল ক্রু কে এম মুত্তাকী টিউনারপেজ-কে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, টুইস্টার নামের একজন অথবা একাধিক ব্যাক্তির একটি গ্রুপ বিভিন্ন সাইট হ্যাক করছে। এবং তাদের ইতোপূর্বে কোন হ্যাকিং এ অংশ নিতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, আমরা কোন বিডি সাইটের দূর্বলতা পেলে সাথে সাথে তা নিজ দায়িত্বে সাইটের এডমিন কে মেইল করে জানিয়ে দেই এবং তার যদি কোন সাহায্য প্রয়োজন হয় সেটা আমরা সাথে সাথে করি। এ ব্যাপারে আমাদের টিম খুবই আন্তরিক।

কিছুদিন আগে সরকারি একটি ওয়েবসাইট এ একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। যা বর্তমানে আর নেই। আমি আমার টিমের পক্ষ হতে বিভিন্ন সরকারী সাইটের দুর্বলতা বের করে তাদের মেইল করে দেই। আমরাই প্রথম উনাদের ইনফরম করি। তারপর তারা সাইটটির সমস্যার সমাধান করে।

বাংলাদেশ সাইবার আর্মির সম্প্রতি এক্টিভিটি কম কেন? জানতে চাইলে কে এম মুত্তাকী বলেন, আমরা এডমিন এবং মোডারেটরদের সিক্রেট গ্রুপে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা অতি দ্রুত আবার পাবলিকলি ব্যাক করবো।

বাংলাদেশ সাইবার আর্মির রিস্টোর করা সাইটের তালিকা :
http://www.tunerpage.com/archives/219601



নবাবগঞ্জে শিকারীপাড়া ইউনিয়ন পাঞ্জিপহরী গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র মো:ইমাদ শেখ বিদ্যুৎ ছাড়াই মোবাইল চার্জার আবিষ্কার করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।

এলাকায় মেধাবি ছাত্র হিসাবে পরিচিত ওয়াহেদ শেখের পুত্র মো:ইমাদ ইমাদ দাউদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শাখার (রোল: ৫) ছাত্র। এই নতুন ধরনের চার্জারের আবিষ্কারক মো: ইমাদ নিউজ ৩৯ কে বলেন দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জার আবিষ্কারের চেষ্টা চালিয়ে আসছিলাম। তারই ফসল হিসেবে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর কোন ধরনের বৈদ্যুতিক সহযোগিতা ছাড়াই মোবাইল চার্জেও আবিষ্কার করেছি। এ প্রক্রিয়ায় বাইসাইকেলের সাহায্যে মোবাইল চার্জ দেয়া সম্ভব হবে। এ পদ্ধতিতে বাইসাইকেলের মাধ্যমে সৃষ্ট মোবাইল চার্জ বিদ্যুতের চার্জের মতো কাজ করবে। যা দীর্ঘক্ষণ মোবাইলের চার্জ ধরে রেখে গ্রাহকদের সেবা প্রদানে সক্ষম হবে।