• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

এই সারসংক্ষেপটি পাওয়া যাবে না। পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন


সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। একটি বিশেষ কারনে আমি উশৃঙ্খল থীম গ্রহন করেছিলাম… কিন্তু এখন আমি আপনাদের শুধুই আলমাস। যাক এসব কথা, আজ আমি আপনাদের একটি ওয়েব সাইটের পরিচয় দিতে যাচ্ছি, যাতে আপনারা সহজেই ইংরেজী ভাষা থেকে বাংলা ভাষায় কনভার্ট করতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব সাইটে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাই কিন্ত ইংরেজী ভাষায় দক্ষ্য না থাকার কারনে কষ্টো করে অনুবাদ করতে হয় আবার অনুবাদ ভুল হলে সব গোল্লায় যায়! তবে আসুন জেনে নেই এর থেকে মুক্তির উপায়…

প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
• এখন English Text এর জায়গায় আপনার ইংরেজী লেখা পেষ্ট করুন।
• এবার Translate/অনুবাদ এ ক্লিক করুন এবং দারুন ফলাফল দেখুন !!!
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না



IMEI পরীক্ষা করার জন্য নোকিয়া মোবাইল ফোন *#০৬#এর কাজের গোপন Codes (আন্তর্জাতিক মোবাইল Equipment পরিচয়)। *#৭৭৮০# কারখানা মানসমূহে রিসেট করে। *#৬৭৭০৫৬৪৬# এইটি LCD প্রদর্শন করা মুছে ফেলবে (অপারেটর লোগো)। সফটওয়্যার সংস্করণ দেখতে *#০০০০#। *#২৮২০# Bluetooth ডিভাইস সম্বোধন করা। *#৭৪৬০২৫৬২৫# Sim ঘড়ি অবস্থা অনুমোদন করেছিল। *#৬২২০৯৫২৬#- WLAN adapterএর প্রদর্শন করা ম্যাক সম্বোধন করা। এইটি অপেক্ষাকৃত নতুন ডিভাইসে প্রাপ্তিসাধ্য কেবল যে WLAN #pw+১২৩৪৫৬৭৮৯০+১# দেখান সমর্থন করে যদি simএর সীমাবদ্ধতা রয়েছে। *#৯২৭০২৬৮৯#- একটি গোপন মেনুতে আপনাকে গ্রহণ করি যেখানে আপনি ের নিচে তথ্যের কিছু খুঁজে পেতে পারেন: ১। প্রদর্শন করে সিরিয়াল সংখ্যা। ২। উৎপাদন ৩এর প্রদর্শন করে মাস এবং বছর। প্রদর্শন করে (যদি) তারিখ যেখানে ফোন ক্রয় করা হয়েছিল (MMYY) ৪। শেষ মেরামতের প্রদর্শন করে তারিখ- যদি পাওয়া গেছে (০০০০) ৫। ফোনের দেখান জীবন টাইমার (সময় শেষ শুরু থেকে পাশ করে) *#৩৩৭০#- বর্ধিত পূর্ণ হার কোডেক (EFR) সক্রিয়করণ। সংকেত শক্তি, ভাল সংকেত reception বৃদ্ধি করুন। এইটি ও সাহায্য করে যদি u GPRS ব্যবহার করতে চায় এবং চাকরি অথবা খুব ধীর উত্তর দিচ্ছে না। ফোন ব্যাটারি যদিও দ্রুততর বার করবে। *#৩৩৭০*- (EFR) deactivation। ফোন সয়ংক্রিয়ভাবে পুনরায় শুরু করবে। ৩০%এর মধ্যে ব্যাটারি জীবন বৃদ্ধি করুন কারণ ফোন নেটওয়ার্ক থেকে কম সংকেত গ্রহন করে। *#৪৭২০#- অর্ধেক হার কোডেক সক্রিয়করণ। *#৪৭২০*- অর্ধেক হার কোডেক deactivation। ফোন সয়ংক্রিয়ভাবে পুনরায় শুরু করবে যদি আপনি নোকিয়া S60 ফোনের জন্য মানিব্যাগ কোড ভুলে গিয়েছিলেন, এই কোডটি ব্যবহার করুন রিসেট করুন: *#৭৩৭০৯২৫৫৩৮# নোট, মানিব্যাগে আপনার ডেটা মুছে ফেলা হবে। ফোন আপনাকে লক কোড জিজ্ঞাসা করব। ডিফল্ট কোড লক করে: অভ্যন্তরস্থ বস্তু মুছে ফেলতে ১২৩৪৫ সংবাদপত্র *#৩৯২৫৫৩৮# এবং মানিব্যাগের কোড। আনলক চাকরি সরবরাহকারী: ভিতরে ঢোকান sim, এবং প্রেস vol up-arrow চাবি ফোন বদলান) ৩ সেকেন্ডের জন্য,ের pin কোড বলা উচিত। সংবাদপত্র সি, তারপর প্রেস * বার্তার, প্রেস * এবং পুনরায় ০৪*pin*pin*pin# *#৭৩২৮৭৪৮২৬৩৩৭৩৭৩৮# resets নিরাপত্তা কোড ফ্ল্যাশা উচিত। ডিফল্ট নিরাপত্তা কোড ১২৩৪৫
images-75x75যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।
আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।
আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই। এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!
কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।
অতীতের কথা বাদ দিলাম। তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।
এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।
এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।
২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড। এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।
তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।
প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!
ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!
মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?
প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!
ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।
ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।
বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।
যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা। অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।
তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।
কথা সেটা নয়।  কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???
ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?
ফেসবুক/ব্লগে প্রতিবাদ করে আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।
যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।
ব্লগে/ফেবুতে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।
তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?
কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।
*আপডেটঃ
আমরা শাহবাগ/বিটিসিএল কার্যালয় অথবা কোন টিভি চ্যানেলের সামনে মানব বন্ধন করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব।
আমি জানি শুধু মানব বন্ধনে কোন কাজ হবেনা, তবে প্রাইমারি স্টেপ হিসাবে এটার বিকল্প কিছু দেখছিনা।
মিডিয়া কাভারেজ হিসাবে আমরা ইটিভি কে পাশে পাচ্ছি ইনশাল্লাহ। তাছাড়া কয়েকটি পত্রিকার সাথেও কথা হচ্ছে।
ওরা এটা নিয়ে নিউজ করবে এবং মানব বন্ধনের দিন রিপোর্টার পাঠাবে।
তবে তার জন্য আপনাদের হেল্প দরকার।
ওরা একটা প্রেস নোট চেয়েছে। কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে, কতটুকু ইউজ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো নিয়ে একটা ডিটেইল রিপোর্ট ও চেয়েছে।
প্রেস নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমার কোন আইডিয়া নেই।
আর কিছু না পারেন, অন্তত এই উপকার টুকু করেন।
কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।
সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।
মূল লেখকঃ মাহবুব হাসান
HOW-TO-CONNECT-TWO-COMPUTER-THROUGH-INTERNET-451x220

প্রথমে আমি আপনাদের কিছু প্রয়োজনিয় জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

১. ল্যান কেবল
২. ল্যান পোর্ট
৩. ল্যন কেবল CPU তে কানেক্ট করা হচ্ছে
৪. ল্যন কেবল LAPTOP এ কানেক্ট করা হচ্ছে
………………………………………………………………………………………………………………………………………………..
কন্ডিশন ১
যদি আপনার কম্পিউটার ২ টা হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ল্যান কেবল সংগ্রহ করতে হবে।
কন্ডিশন ২
আর যদি কম্পিউটার ২ টার বেশি হয় তাহলে আপনার একটি সুইচ লাগবে।
………………………………………………………………………………………………………………………………………………….
আজকে আমি কন্ডিশন ১ এর জন্য কিভাবে কনফিগার করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।
কম্পিউটার নং ১ এর জন্য
স্টেপ ১
প্রথমে স্টার্ট মানু থেকে কন্টোল প্যানেল ক্লিক করতে হবে (নিচের ছবির মত করে করার চেষ্টা করেন)

স্টেপ ২

স্টেপ ৩

স্টেপ ৪

স্টেপ ৫

স্টেপ ৬

স্টেপ ৭

স্টেপ ৮

স্টেপ ৯

স্টেপ ১০

স্টেপ ১১

স্টেপ ১২

স্টেপ ১৩

স্টেপ ১৪

……………………………………………………………………………………………………………………………………………….
কম্পিউটার নং ২ এর জন্য
স্টেপ ১

স্টেপ ২

স্টেপ ৩

স্টেপ ৪

এখন কম্পিউটার ১ এবং কম্পিউটার ২ এ ইন্টারনেট ব্রাউজ করে দেখেন


DSL_imageযদি আপনার ২০% রিজার্ভ করা নেট স্পীড বন্ধ করা না থাকে তাহলে নিচের পদ্ধতি অনুযায়ী করে নিন ।
  • Start এ ক্লিক করে Run ওপেন করুন ।
  • Run এ লিখুন gpedit.msc এবং OK তে ক্লিক করুন ।
  • Computer Configuration সিলেক্ট করুন
  • Network এ ক্লিক করুন
  • QOS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন
How to Increase Internet Speed
Limit Reservable Bandwidth এ ক্লিক করলেই দেখবেন লিখা আছে যে “If you disable this setting or do not configure it, the system uses the default value of 20 percent of the connection.”
সুতরাং আমাদের এটা enable করে configure করে Bandwith Limit 20% থেকে 0% করে দিতে হবে ।
তাহলে এটা আমাদের ২০% নেট স্পীড বাড়িয়ে দিবে ।
Improve Internet Bandwidth
OK করার পর কম্পিউটার Restart দিন ।
এবার আমরা Broadband লাইন এ কিছু কাজ করবোঃ
আমরা Broadband এর DNS Hack করবো ।
Network and Sharing Center ওপেন করুন

Open+Network+and+Sharing+Center
Local Area Connection এ ক্লিক করুন
Open local area connection
Properties button এ ক্লিক করুন
how to click on properties button
Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ক্লিক করুন । তারপর Properties এ ক্লিক করুন ।
Use the following DNS server address এ ক্লিক করে Preferred DNS server208.67.222.222 বসিয়ে দিন । এবং Alternate DNS server এ ক্লিক করে 208.67.220.220 বসিয়ে দিন ।
সব কিছু Close করে ইন্টারনেট  re-connect করুন । কাজ হবে ।
বিঃদ্রঃ আপনার পূর্বের কোন DNS থাকলে তা সংরক্ষন করে রাখুন । যদি কাজ না হয় তা হলে আগের মত সব করে ফেলুন । আমার Broadband লাইন নেই । তাই অবশই কাজ করবে কিনা আমি Sure না ।
AA-75x75বর্তমানে মোবাইল এ খরচ এত বেড়েছে যা বলার মত না । কাউকে msg পাঠাতে গেলে ৫০ পয়সা কেটে নেয় । কিন্তু এ খরচ আমরা চাইলেই কমাতে পারি । চলুন দেখি কিভাবে ৭-৮ পয়সায় বন্ধুর মোবাইল এ msg পাঠানো যায় ।
এর জন্য যা যা লাগবেঃ
১। আপনার এবং আপনার বন্ধুর facebook account । যা বর্তমানে প্রায় সবার আছে ।
২। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ ইন্টারনেট সুবিধা । ( browser হিসেবে default ছাড়া অন্য browser থাকলে ভাল হয় )
৩। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ facebook mobile চালু থাকা ।
যা যা করতে হবেঃ
১। facebook mobile চালু করার জন্য এই লিঙ্ক এ যান । add a phone click করুন । country তে বাংলাদেশ select করুন আর Mobile carrier হিসেবে আপনার
sim কোন company এর তা select করুন । next চাপুন ।
এবার আপনার মোবাইল থেকে F লিখে 32665 এ msg পাঠান । facebook msg এর মাধ্যমে আপনাকে একটি confirmation code পাঠাবে । এই code টি ২ নং ঘরে
লিখে next দিন । ব্যাস আপনার facebook mobile চালু হয়ে গেল ।
এই কাজটি আপনার বন্ধুকেও করতে বলবেন ।
২। মোবাইল এ ইন্টারনেট active করুন । মোবাইল দিয়ে facebook এ ঢুকে যেই বন্ধুকে msg পাঠাতে চান তার msg page এ যান । page টি আপনার browser এ
save করে রাখুন । যাতে আমাদের বার বার এই page টী load করতে না হয় । opera mini তে page টি save করার জন্য যান menu==>tools==>save page ।
অন্য যেকোনো browser এই menu তে গেলে page save করার option পাবেন ।
শুধু msg এর msg পেতে যানঃ মোবাইল দিয়ে settings এ যান তারপর text messaging এ যান এবং আপনার মনের মত করে change করুন ।
এবার আমাদের test করার পালা । save করা যেকোনো একটি বন্ধুর page open করুন । msg box এ আপনার বক্তব্য লিখুন আর send করুন । দেখুন সাথে সাথে
আপনার বন্ধুর নাম্বার এ msg চলে গেছে ।
একটি msg send করতে 3 KB net use হয় । যা payper use package এ মূল্য ৭-৮ পয়সা । আর যদি আপনার bundle package নেয়া থাকেই তাইলে তো আর কথাই নেই । ফ্রী ফ্রী msg পাঠাতে পারবেন যত খুশি তত।
আপনাদের উপকারে লাগলে জানাবেন ।
images-75x75সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি আজ আমি সেরা ৫ টি পাওয়ারফুল ডাউনলোড ম্যানেজার নিয়ে বলব এবং একেবারে  ফ্রি ডাউনলোড করতে পারবেন তো চলোন শুরু করি।
আর প্রতিটি ডাউনলোড ম্যানেজারই লেটেষ্ট এবং ফুল ভারসন

১. IDM (Internet Download Manager)

প্রথম সারিতে IDM কে না রাখলেই নয় আমার মনে হয় ডাউনলোড ম্যানেজারের কথা আসলে আমরা সবাই মনে মনে প্রথম আনব IDM কে কারন হল IDM এখন পর্যন্ত বিশ্ব সেরা ডাউনলোড ম্যানেজার।

IDM ডাউনলোড

২. Flash Get Download Manager

এটিও একটি খুব উন্নত মানের ডাউনলোড ম্যানেজার এবং এতে অনেক নতুন ফিচার সমৃদ্ধ এবং ডাউনলোড স্পীডও খুব ভাল পাওয়া যায়।

Flash Get ডাউনলোড

৩.Free Download Manager

এটি একটি ফ্রী ডাউনলোড ম্যানেজার এটি ফ্রী হলে কি হবে এর স্পীড এবং ফিচার সত্তি মুগ্ন করার মত।

Free Download Manager ডাউনলোড

৪.Star Downloader

এটি ব্যাবহার করে আমি মুগ্ন হয়ে গিয়েছি কারন এর স্পীড এক কথায় বলতে গেলে অসাধারন।

Star Downloader ডাউনলোড

৫.Orbit Downloader

এটিও খুব সুন্দর একটি ডাউনলোড ম্যানেজার যার মদ্ধ্যমে খুব সহজে আপনার পছন্দের ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

Orbit Downloader ডাউনলোড

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেয করছি.
Desktop Icon toy
পোস্টটি পড়ার আগে নিজের ডেক্সটপেরদিকে একবার চোখ বুলিয়ে নিন । যারা নিয়মিত সফটওয়ার নিয়ে কাজ করেন তাদের কথা বিবেচনা করেই এই সফটওয়ারটি শেয়ার করলাম । আপনার এলোমেলো ডেক্সটপ থেকে মুক্তি পেতে আজি সফটওয়ারটি ডাউনলোড করে নিন ।

আমাদের আইকোনগুলো এলোমেলোভাবে নির্জীব থাকে। কেমন হয়, এই আইকন গুলোকে সাজানো যায় নিজের মনের মতো করে এবং যদি এগুলো মূর্তির মতো দাড়ায় না থেকে অটোমেটিক নড়াচড়া করে । যেমন, এগুলো দিয়ে যদি বানাতে পারি, হার্ট, ক্লক, স্টার ইত্যাদি ইত্যাদি।
সুতরাং, আমি ছোট একটা সফটওয়্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটা আপনার ডেস্কটপকে জীবন্ত করার কাজটি  করে দিবে। মাত্র ৭২৩কে.বি Desktop Icon Toy  সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে। আর দেখুন এই ছোট সফটওয়্যার এর যাদু। সুতরাং,  ডেক্সটপ দিয়েই প্রকাশ করুন মনের ভাব।
ডাউনলোড ঃ
ssrscreen
  বিসমিল্লাহির রহমানির রহিম
আসসলামুয়ালাইকুম,সবাই কেমন আছেন ? আমি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে ভালই আছি । কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের টিউন । আর এর বিষয় হলো ভিডিও টিউটোরিয়াল ।
ভিডিও টিউটোরিয়াল বানাবেন কেনোঃ
 
অনেকেই ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন । সেগুলো অবশ্যই উপকারী । কারণ পড়ে শেখার চেয়ে বাস্তব দেখে দেখে শিখাই শ্রেয়,কেননা এতে জিনিসটি সহজেই আপনার আমার সকলেরই মনে ঢুকে যায় । আর এইটাই ডিজিটাল শিক্ষা প্রদ্ধতি ।
 
কিন্তু জানেন কি একটু চেস্টা করলে আপনিও বানাতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল । এতে আপনারা নিজেদের টিউটোরিয়াল শেয়ার করতে পারবেন ইউটিউবে । ফলে টিউটোরিয়ালগুলো পাবে আরো বিচিত্রতা ।
 
যা দিয়ে বানাবেন ভিডিও টিউটোরিয়ালঃ
 
ভিডিও টিউটোরিয়াল বানানোর অনেক সফটওয়ার আছে । তার মধ্যে আমার কাছে সুপার স্ক্রিন রেকোর্ডারটাই সবচেয়ে ভালো মনে হয়। জিলসফট প্রডাক্টশন এর বানানো এই সফটওয়ার পারে ভিডিও টিউটোরিয়াল বানানোর দায়িত্ব নিতে । এছাড়াও আর অনেক সফটওয়ার আছে এ কাজ করার জন্য । আর এ কাজ করার জন্য ব্যবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder  যার আসল মূল্য $69.95 যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা  ।           
 
 
 
কেনো ব্যাবহার করবেন Zeallsoft Super Screen Recorder v4 :
 
এটি সবচেয়ে সরল ভার্সন । সবাইকে তাই এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো । সফটওয়ারটির কাজ খুব সহজ । যারা কম্পিউটারের Copy-Past করার যোগ্যতা রাখেন তারাও পারবেন এর কাজ ।এতে আপনারা সেট করতে পারবেন আপনাদের পছন্দমত কি-বোর্ড সর্টকাট ।
 
 
 
ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.2  ও :
 
 তেমন কোন বিশেষ পার্থক্য নেই । শুধু আপিয়ারেন্স ভিন্ন । তাছাড়া নতুন ভার্সন বলে আডভান্স কিছু যুক্ত রয়েছে ।
 
মিডিয়াফায়ার আনলক কোডঃ          andystonecold
 
ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.3  ও :
 
এটি এই সফটওয়ারের লেটেস্ট ভার্সন । এটিকে আমার কাছে ইউসার ফ্রেন্ডলি মনে হলো না । তাই এটা সম্পর্কে আর কিছু লিখলাম না ।
 
যেভাবে ডাউনলোড করবেন সফটওয়ারটিঃ
 সফটওয়ারটির v4 ভার্সনটি ডাউনলোড দেওয়ায় কোন খটকা নেই ।কিন্তু  v5 ভার্সনে একটু খটকা আছে । আর তা হলো এটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড দিতে হলে নিচের পাসওয়ার্ডটি দিয়ে প্রথমে ফাইলটিকে আনলক করতে হবে ।নতুদের জন্যই মূলত এটি পয়েন্ট আকারে দেয়া হলো ।
 
 টিপসঃ
এইভাবে তো আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন । কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিন্সট নিতে চান তাহলে কি করবেন । যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা Al Programs> Accessories >Sniping Tool এর মাধ্যমে এ কাজটি করতে পারবেন । কিন্তু যেকোন উইন্ডোজে স্ক্রিণসট তুলতে আপনি ব্যবহার করবেন আপনার কি-বোর্ডের Print Screen Sys Rq এই সুইচটি চেপে Accessories থেকে Paint বের করে Clt V চাপবেন । তা যদি না করতে চান তাহলে Zeallsoft Super Screen Recorder v4.2/v4.3  ব্যবহার করতে পারেন ।
mrkmobileগুড নাইট,এ কথাটি যাদের নিয়মিত শোনা হয় না তাদের জন্যই এই পোস্ট । চটপট ফাইল দুটি ডাউনলোড করে ফাইল দুটি প্লে করুন দেখুন মশারা পালিয়ে যাচ্ছে । দরকার পড়লে আপনি এই ফাইলগুলোকে  কনভার্ট করতে পারেন সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার ।
যারা মশার কামড় সহ্য করতে পারেন না আবার কয়েলের ধোঁয়াও বরদাস্ত করতে পারেন না বা মশারির ভিতর নিজেকে বন্দী ভাবেন কিংবা মশার সাথে সারা রাত ব্যডমিন্টন খেলতে(মানে মশার ব্যাট দিয়ে মশা মারা) চান না তাদের জন্য আমার আজকের এই টিউন । জেনে খুশি হবেন যে, আপনার ঘরের কম্পিউটারই আপনাকে মশাদের হাত থেকে রক্ষা করতে পারে কোন রকম খরচ ছাড়াই । দেরী না করে প্রথমেই নিচের লিঙ্ক থেকে ফাইল দুটি ডাউনলোড করে নিনঃ
 ডাউনলোড এন্টিমস্কিউটো সাউন্ড এম্পিথ্রি
ডাউনলোড এন্টিমস্কিউটো ওয়েভ
এন্টি মস্কিউটো সফটওয়ার ১
উপরের ফাইল্গুলোর সবকয়েক্টি ডাউনলোড করে দেখতে পারেন কাজ হওয়ার সম্ভবনা ১০০% শুধুমাত্র সাউন্ডগুলো আপনার প্লেয়ার দিয়ে বাজাবেন  তখন দেখবেন  মশারা কেমন পালাতে শুরু করেছে!!
কিভাবে এটি কাজ করেঃ 
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটি কিভাবে কাজ করে?ধরুন আপনার দুই কানের পাশে যদি 3000w এর দুইটা কনসার্ট সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়ে দেয়া হয় আপনার অনুভুতিটা কেমন হবে? ছেড়ে দে মা কেঁদে বাঁচি না হোক, ছেড়ে দে মা দৌড়ে বাঁচি নিশ্চয়! এই সাউন্ড দুটি বাজালে মশাদেরও ঠিক একই অবস্থা হয় । এটি বাজানোর ফলে যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয় তা মশাদের সহ্যতার মাত্রা অতিক্রম করে ফলে মশারা আর ঐ স্থানে থাকতে পারে না। তবে মানুষের শ্রবণসীমা(20hz-20khz) ও মশাদের শ্রবণসীমার ভিন্নতার কারনে আমরা এই শব্দটা শুনতে পাবো না । কি মজা, সাপও মরল লাঠিও ভাংলো না । সবাইকে ধন্যবাদ । আল্লাহ্‌ হাফেজ ।
আরো জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটটিতে