• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩


wp-content/uploads/2012/12/images3-115x115.jpg
এই পদ্ধতিতে আপনি যেকোনো সাইট এই ফেসবুক লাইক বক্স যুক্ত করতে পারবেন ।
f1
আমরা প্রায় সবাই আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এ প্লাগিন দিয়ে ফেসবুক লাইক বক্স যুক্ত করি । কিন্তু প্লাগিন যত বেশি ব্যাবহার করবেন সাইট ততো স্লও হবে । প্লাগিন ছারাই এই কাজটি করা গেলে প্লাগিন ব্যাবহারের দরকার কি ?

নিম্নের পদ্ধতিতে কাজ করুনঃ

১। প্রথমে ফেসবুক এ লগইন করুন
২। তারপর এই লিঙ্ক এ যান
৩। নিচের ছবিটি লক্ষ করুন
f2
  • ১। আপনার সাইট এর লিঙ্ক দিন
  • ২। ডিফল্ট টাই ভালো হবে
  • ৩। এটা ও দেয়ার দরকার নেই । তবে আপনি উচ্চতা বাড়াতে চাইলে দিতে পারেন
  • ৪। কারা কারা লাইক করেছে তাঁদের ছবি দেখাতে চাইলে টিক দিয়ে রাখুন
  • ৫। ডিফল্ট টাই ভালো
  • ৬। পেজ এ কি কি পোস্ট পাবলিশ হচ্ছে টা দেখাতে চাইলে টিক দিতে পারেন । তবে না দেয়াই ভালো
  • ৭। অন্য কোন কালার দিতে চাইলে তার কোড দিন । ডিফল্ট টাই ভালো
  • ৮। Find Us On Facebook লেখাটি দেখাতে চাইলে টিক দিন । না চাইলে টিক উঠিয়ে দিন
  • ৯। এখন কোড এর জন্য এখানে ক্লিক করুন
৪। এখন আমরা এরকম কোড পাব
f3
১ নাম্বার কোড টি কপি করুন
আপনার সাইট এর থিম এডিটর এ যান । header.php সিলেক্ট করুন । <body> বা এ জাতীয় কোড টি খুঁজুন । তার পর তার নিচে কপি করা কোডটি বসিয়ে দিন
f4
তারপর আপনার widget এ যান । যেখানে লাইক বক্স দেখাতে ছান সেখানে একটি text widget বসান । তারপর ২ নাম্বার কোড টি কপি করে বসিয়ে সেভ দিন ।
f5
কাজ শেষ । এখন দেখন আপনার সাইট এ লাইক বক্স দেখা যাচ্ছে ।
এভাবে করার ফলে একটি প্লাগিন আমাদের কম ব্যাবহার করা লাগলো

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ। আমি মাত্র কয়েক দিন ব্লগস্পট নিয়ে ঘাঁটাঘাঁটি করে এই প্রথম একটা সাইট বানাচ্ছি। একেবারে নতুন হয়েও আপনার টিউটোরিয়াল অনুসরণ করে আমি আমার সাইটে লাইক বক্স বসাতে সুন্দরভাবে বসাতে পেরেেছি। এজন্য অশেষ কৃতজ্ঞতা।

    উত্তরমুছুন