ফোল্ডার লুকানোর জন্য অনেক ধরনের সফটওয়্যারই
পাওয়া যায়।কিন্তু আমি এখন আা্পনাদের দেখাবো কিভাবে কোনো সফটওয়ার ছারাই
ফোল্ডার হাইড করা যায়।
নিচের নির্দেশনা লক্ষ্য করুন ভালোভাবে……
কোনো ধরনের সফটওয়্যার ছাড়া ফোল্ডার লুকাতে চাইলে প্রথমেই একটা নতুন
ফোল্ডার তৈরি করে নিতে হবে। এরপর Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম 0160
দিন। দেখবেন কিছুই লেখা নেই, তারপর Enter দিন। দেখবেন নাম ছাড়াই ফোল্ডার
তৈরি হয়ে গেল। এবার ফোল্ডারটির ওপর রাইট বাটন ক্লিক করে Properties-এ গিয়ে
customize-এ ক্লিক করুন। এরপর change icon-এ ক্লিক করুন। এখন নির্দেশিত
স্থানের যেকোনো একটি Blank Icon সিলেক্ট করে ok করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন