• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩


গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।

Photo: থ্রিজি গাইডলাইন পরিবর্তন সিদ্ধান্তে অ্যামটবের উদ্বেগ -

গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।
ফোনের সুরক্ষায় অ্যান্টিভাইরাস আনছে স্যামসাং -

দক্ষিণ কোরিয়ার মুঠোফোন নির্মাতা স্যামসাং তাদের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষায় বিল্টইন অ্যান্টিভাইরাস রাখার কথা জানিয়েছে।
এ প্রসঙ্গে প্রযুক্তি পণ্যের নিরাপত্তা-বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অতিরিক্ত ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি। এ ঝুঁকি ঠেকাতেই তাদের সব স্মার্টফোনে নিরাপত্তা সফটওয়্যার যুক্ত করবে স্যামসাং।
এদিকে, এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্যামসাংয়ের সব নতুন মোবাইল হ্যান্ডসেটেই বিশেষ এই অ্যান্টিভাইরাস দেওয়া থাকবে। স্যামসাংয়ের সঙ্গে অ্যান্টিভাইরাস সরবরাহকারী হিসেবে কাজ করবে লুক আউট।
অবশ্য অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার ঝুঁকি সম্পর্কে অ্যান্ড্রয়েডের প্রধান নিরাপত্তা প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ দাবি করেছেন, ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কোনো ম্যালওয়্যার সমস্যা অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থায় নেই।
Photo: ফোনের সুরক্ষায় অ্যান্টিভাইরাস আনছে স্যামসাং -

দক্ষিণ কোরিয়ার মুঠোফোন নির্মাতা স্যামসাং তাদের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষায় বিল্টইন অ্যান্টিভাইরাস রাখার কথা জানিয়েছে।
এ প্রসঙ্গে প্রযুক্তি পণ্যের নিরাপত্তা-বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অতিরিক্ত ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি। এ ঝুঁকি ঠেকাতেই তাদের সব স্মার্টফোনে নিরাপত্তা সফটওয়্যার যুক্ত করবে স্যামসাং।
এদিকে, এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্যামসাংয়ের সব নতুন মোবাইল হ্যান্ডসেটেই বিশেষ এই অ্যান্টিভাইরাস দেওয়া থাকবে। স্যামসাংয়ের সঙ্গে অ্যান্টিভাইরাস সরবরাহকারী হিসেবে কাজ করবে লুক আউট।
অবশ্য অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার ঝুঁকি সম্পর্কে অ্যান্ড্রয়েডের প্রধান নিরাপত্তা প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ দাবি করেছেন, ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কোনো ম্যালওয়্যার সমস্যা অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থায় নেই।
আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -

বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।
Photo: আসছে স্যামসাংয়ের স্মার্টওয়াচঃ গ্যালাক্সি গিয়ার -

বহু জল্পনা কল্পনার পর স্যামসাং তাদের স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে নিয়ে আশার ঘোষণা দিল। যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটা দেখতে না হলেও এর নানাবিধ সুযোগ সুবিধায় কোন ঘাটতি থাকছে না।

ধারণা করা হয়েছিল যে গ্যালাক্সি গিয়ার আসবে তিন ইঞ্চির বড় স্ক্রিনে। কিন্তু আসলে এটি তেমন বড় হচ্ছে না। তবে এর ডিসপ্লে হবে সুপার অ্যামোলেড। গ্যালাক্সি গিয়ারের মূল অংশটির আয়তন হবে ১.৪৫x২.২x০.৪১ ইঞ্চি। এতে থাকছে ৩২০x৩২০ রেজুলেশনের ১.৬৩ ইঞ্চির স্ক্রিন। স্ক্রিনে আলোর উপস্থিতি কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত নির্ধারণ করা যাবে। এটি ব্যাটারিতে চলবে। তবে ব্যাটারি লাইফটাইম মোটামুটি এক দিন হবে বলে ধারণা করা যায়। এছাড়া এতে ৮০০ মেগাহার্জের সিঙ্গেল কোর এক্সিয়ন প্রসেসর, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৫১২ মেগাবাইট র‍্যাম থাকছে।

গ্যালাক্সি গিয়ারের স্ক্রিনটি মাল্টিটাচ সমর্থন করে। এর ফলে এতে ছবি জুম করা সম্ভব হবে। এর ব্যান্ডে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে। এর মূল অংশটি সমতল হলেও ব্যান্ডদুটি বাঁকানো। ফলে এটি পরে থাকাও আরামদায়ক হবে।

অনেক স্মার্টওয়াচই যেকোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়ার সুবিধা থাকলেও গ্যালাক্সি গিয়ারে থাকছে কেবল স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা। তবে এ নিয়ে কারো হতাশ হবার কারণ নেই। কেননা খুব শীঘ্রই গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট ২ এর সাথে সংযুক্ত হওয়ার মত সফ্টওয়্যার আপডেট অবমুক্ত করা হবে।

এর মূল্য ২৯৯ মার্কিন ডলারের মত হতে পারে বলে জানা গেছে।
New from Walton !!! So high price for Walton.

Comments pls...

Photo: Introducing Xplore Premium Postpaid Connection from Grameenphone.
Arma Tactics Non Tegra 1.2364 APK Free Download Android App. The finest assets used in the critically acclaimed Arma™ series on PC now come to life...

Download link - www.apkstall.com
Photo: Arma Tactics Non Tegra 1.2364 APK Free Download Android App. The finest assets used in the critically acclaimed Arma™ series on PC now come to life...

Download link - www.apkstall.com

আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।

Photo: আইফোন ৫এস এবং আইফোন ৫সি আসছে সেপ্টেম্বরের ১০ তারিখে -

 আর মাত্র কয়েকদিন বাকী ! ধারনা করা হচ্ছে নতুন আইফোন ৫এসটি হবে আইফোন ৫ এর এরই উন্নতমানের ভার্সন, সাথে থকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্লাস, ফিন্গার প্রিন্ট সেন্সর। এবং আইফোন ৫সি মূলত তৈরি করা হচ্ছে লো বাজেট মার্কেটের জন্য ।

Photo: Recharge Tk. 999 after 10 am. today and get Tk 6,000 worth Huawei Ascend 210 for free! Get ready to recharge now!
Use Any 3G (Future aro astece) "Teletalk 3G/2G SIM" at GP Modem
GP Modeme 2G / 3G Mode Change kore kibhabe?

# SIM lagia Modem PC te lagan
# Go To Tools -->Options-->Network-->Network Type
Change WCDMA For 3G
Change GSM For 2G

WCDMA select na korle 2G speed paben

"Teletalk 3G" User ra "GP Modem" a Net Use kore dekhechen?
na kore thakle check korun.kono problem hbe na.
GP Modem Second a Up to 7.2 Mb data tante parbe.....
R Teletalk to 4Mb theke beshi dei na...

Just GP SIM palte teletalk 3G sim diye "connect" din 2G internet connect hbe..

Tips for 3G Using Teletalk with GP Internet Modem
# Connect GP Internet Modem with your PC Then GP internet Modem Default Software will Open
# Go To Tools -->Options-->Profile Management
# By Default GP-INTERNET Profile name have been selected
# Now Select "New" From Right Side panel
Type Access Number: *99#
Apn static : wap
Then Press OK
Now Enter your Teletalk 3G Sim Then Select Profile Name
& Connect

If needed you can use this for Teletalk
APN wap/internet
IP 192.168.145.101
Port (optional) 9201


বিংশ শতাব্দীতে এসে বিশ্বে লেগেছে স্মার্ট প্রযুক্তির হাওয়া। মোবাইল, ক্যামেরা, ঘড়ি, রাস্তার বিলবোর্ড, গাড়ি এমনকি ডাস্টবিনও সংযুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। গাড়িতে ইন্টারনেট সংযোগের ব্যাপারটি আগে থেকেই জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা ক্রমশ আরও বৃদ্ধি পাবে। ২০২৫ সাল নাগাদ বিশ্বের শতকরা ৬০ ভাগ যানবাহনই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে বলে এক বিবৃতিতে বলা হয়।

ইনিস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আই.ই.ই.ই. (IEEE) -এর সম্প্রতি প্রকাশিত এই বিবৃতিতে আরও বলা হয় যে ইন্টারনেট সংযোগের ফলে মানুষের চলাচল আগের তুলনায় আরও সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি যানবাহনে প্রযুক্তির নানান সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব হবে। ইতোমধ্যেই ব্লুটুথের মাধ্যমে গাড়ির সাথে স্মার্টফোন ডিভাইসের সংযুক্ত করার প্রযুক্তিটি চালু হয়ে গেছে এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বলে জেফারি মিলার নামের এক আই.ই.ই.ই. কর্মকর্তা জানান। তিনি বলেন,

যানবাহনে ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বয়ে আনবে আমূল পরিবর্তন। যানবাহনে বসেই যোগাযোগের নানারকম কাজ সেরে নিতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যেই।
আই.ই.ই.ই. এর আরেক কর্মকর্তা ক্রিস্টোফ স্টিলারের মতে, যানজট এড়িয়ে চলতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া এড়িয়ে চলতে মানুষ ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অনেকাংশে। কেননা একজন মানুষ যানবাহন চালানোর সময় যেসব ভুল করে একটি যন্ত্র তা করবে না। আর এসব যন্ত্র নিয়ন্ত্রিত গাড়ি সর্বক্ষণ ইন্টারনেটের সাহায্য নেবে।

Photo: ২০২৫ সাল নাগাদ ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে শতকরা ৬০ ভাগ যানবাহন -

বিংশ শতাব্দীতে এসে বিশ্বে লেগেছে স্মার্ট প্রযুক্তির হাওয়া। মোবাইল, ক্যামেরা, ঘড়ি, রাস্তার বিলবোর্ড, গাড়ি এমনকি ডাস্টবিনও সংযুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। গাড়িতে ইন্টারনেট সংযোগের ব্যাপারটি আগে থেকেই জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা ক্রমশ আরও বৃদ্ধি পাবে। ২০২৫ সাল নাগাদ বিশ্বের শতকরা ৬০ ভাগ যানবাহনই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে বলে এক বিবৃতিতে বলা হয়।

ইনিস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আই.ই.ই.ই. (IEEE) -এর সম্প্রতি প্রকাশিত এই বিবৃতিতে আরও বলা হয় যে ইন্টারনেট সংযোগের ফলে মানুষের চলাচল আগের তুলনায় আরও সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। পাশাপাশি যানবাহনে প্রযুক্তির নানান সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব হবে। ইতোমধ্যেই ব্লুটুথের মাধ্যমে গাড়ির সাথে স্মার্টফোন ডিভাইসের সংযুক্ত করার প্রযুক্তিটি চালু হয়ে গেছে এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বলে জেফারি মিলার নামের এক আই.ই.ই.ই. কর্মকর্তা জানান। তিনি বলেন,

    যানবাহনে ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বয়ে আনবে আমূল পরিবর্তন। যানবাহনে বসেই যোগাযোগের নানারকম কাজ সেরে নিতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যেই।
আই.ই.ই.ই. এর আরেক কর্মকর্তা ক্রিস্টোফ স্টিলারের মতে, যানজট এড়িয়ে চলতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া এড়িয়ে চলতে মানুষ ভবিষ্যতে আরও বেশি সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে অনেকাংশে। কেননা একজন মানুষ যানবাহন চালানোর সময় যেসব ভুল করে একটি যন্ত্র তা করবে না। আর এসব যন্ত্র নিয়ন্ত্রিত গাড়ি সর্বক্ষণ ইন্টারনেটের সাহায্য নেবে।

Latest Price of Nokia Phones on 6th SEP 2013.

Nokia Lumia 925 Tk 43,500/-
Nokia Lumia 920 Tk 32,500/-
Nokia Lumia 820 TK 25,000/-
Nokia Lumia 720 TK 22,000/-
Nokia Lumia 625 Tk 26,500/-
Nokia Lumia 620 Tk 16,500/-
Nokia Lumia 520 Tk 13,800/-
Nokia Lumia 510 Tk 11,500/-
Nokia Lumia 900 Tk 25,000/-
Nokia 808 PureView TK 37,000/-

==============
OUR SHOWROOM : CellPhoneBD
Shop - 36, Level - 05, Block - B,
Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka.

CONTACT NUMBER :
01777 988 188
01777 988 288

EMAIL : cellphonebd.com@gmail.com

ONE YEAR WARRANTY:-
We offer one year warranty support for any kind of manufacturing fault found in the device within the warranty period.

Latest Price of HTC Phones on 6th SEP 2013.


HTC Butterfly S > 59000tk
HTC One 32GB > 53500tk
HTC One 16GB > 52000tk
HTC One Mini > 45000tk
HTC One X 32GB > 33000tk
HTC One V > 18000tk
HTC Desire V > 18500tk
HTC Desire X > 18500tk
HTC Wildfire S > 11000tk

==============
OUR SHOWROOM : CellPhoneBD
Shop - 36, Level - 05, Block - B,
Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka.

CONTACT NUMBER :
01777 988 188
01777 988 288

EMAIL : cellphonebd.com@gmail.com

ONE YEAR WARRANTY :
We offer one year warranty support for any kind of manufacturing fault found in the device within the warranty period.

Latest Price of Google Nexus Phones on 5th SEP 2013.

Google Nexus 7 32GB Wifi+Cellular (ASUS Made) > 29500TK
Google Nexus 4 16GB (LG Made in Korea) > 35000TK

2013 Series 2 Nexus 7 Price:
16GB WiFi > Tk 26,500/-
32GB WiFi > Tk 30,500/-

==============
SHOWROOM : CellPhoneBD
Shop - 36, Level - 05, Block - B,
Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka.

CONTACT NUMBER :
01777 988 188
01777 988 288

EMAIL : cellphonebd.com@gmail.com

ONE YEAR WARRANTY :
We offer one year warranty support for any kind of manufacturing fault found in the device within the warranty period.

Latest Price of BlackBerry Phones on 6th SEP 2013.

Blackberry Z10 > 40000TK
Blackberry Q10 > 55000TK
Blackberry Q5 > 34000TK
Blackberry 9900 > 37000TK
Blackberry 9220 > 16500TK

==============
OUR SHOWROOM : CellPhoneBD
Shop - 36, Level - 05, Block - B,
Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka.

CONTACT NUMBER:-
01777 988 188
01777 988 288

EMAIL : cellphonebd.com@gmail.com

ONE YEAR WARRANTY :
We offer one year warranty support for any kind of manufacturing fault found in the device within the warranty period.

Samsung WB100 -


# 16.2 Mega Pixel
# 26X Optical Zoom
# 22.3mm ultra Wide Angle Lens
# 3" LCD
# Dual Image Stabilization
# H.264HD Movie Recording
# (1280×720, 30fps)
# Internal Memory 52MB
# Up-to 32GB SDHC
External Memory Support
# Power Source: Pencil Battery
# 1 Year Warranty

Magic Frame, Live Panorama
Picture In Picture
Photo & Movie Filter, 3D Photo
Photo Editor, Spilt Shot

Our Price: 17,500

Call for more info: 01766546690

Photo: Samsung WB100 -

# 16.2 Mega Pixel
# 26X Optical Zoom
# 22.3mm ultra Wide Angle Lens
# 3" LCD
# Dual Image Stabilization
# H.264HD Movie Recording
# (1280×720, 30fps)
# Internal Memory 52MB
# Up-to 32GB SDHC
External Memory Support
# Power Source: Pencil Battery
# 1 Year Warranty

Magic Frame, Live Panorama
Picture In Picture
Photo & Movie Filter, 3D Photo
Photo Editor, Spilt Shot

Our Price: 17,500

Call for more info: 01766546690

Samsung WB100 -


# 16.2 Mega Pixel
# 26X Optical Zoom
# 22.3mm ultra Wide Angle Lens
# 3" LCD
# Dual Image Stabilization
# H.264HD Movie Recording
# (1280×720, 30fps)
# Internal Memory 52MB
# Up-to 32GB SDHC
External Memory Support
# Power Source: Pencil Battery
# 1 Year Warranty

Magic Frame, Live Panorama
Picture In Picture
Photo & Movie Filter, 3D Photo
Photo Editor, Spilt Shot

Our Price: 17,500

Call for more info: 01759183248, 01766546690

Latest Price of Sony Xperia Phones on 6th SEP 2013

Xperia Z Ultra > 56,000/- * [ 3G Video Call Support ]
Xperia Z > Tk 42,500/- * [ 3G Video Call Support ]
Xperia ZL > Tk 41,000/- * [ 3G Video Call Support ]
Xperia ZR > Tk 39,000/- * [ 3G Video Call Support ]
Xperia L > Tk 20,500/- * [ 3G Video Call Support ]
Xperia SP > Tk 27,000/- [ 3G Video Call Not Support ]
Xperia TX > Tk 27,000/- [ 3G Video Call Not Support ]
Xperia T > Tk 25,000/- [ 3G Video Call Not Support ]
Xperia V > Tk 26,000/- [ 3G Video Call Not Support ]
Xperia ION > Tk 26,500/- [ 3G Video Call Not Support ]
Xperia SL > Tk 27,500/- [ 3G Video Call Not Support ]
Xperia S > Tk 26,000/- [ 3G Video Call Not Support ]
Xperia P > Tk 20,000/- [ 3G Video Call Not Support ]
Xperia J > Tk 16,500/- [ 3G Video Call Not Support ]
Xperia Miro > TK 14,500/- [ 3G Video Call Not Support ]
Xperia U > Tk 15,500/- [ 3G Video Call Not Support ]

==============
SHOWROOM : CellPhoneBD
Shop - 36, Level - 05, Block - B,
Bashundhara City Shopping Complex, Panthapath, Dhaka.

CONTACT NUMBER :
01777 988 188
01777 988 288

EMAIL : cellphonebd.com@gmail.com

ONE YEAR WARRANTY :
We offer one year warranty support for any kind of manufacturing fault found in the device within the warranty period.


IFA তে Samsung ছিল একমাত্র Showcasing ডিভাইস। তবে সেটা আর নয়। এবার ASUS ও জায়গা করে নিয়েছে Samsung এর সাথে যা এবার টক্কর দিবে সামসাং এর সাথে। কারন Asus এবার এনেছে নতুন একটি ডিভাইস যার ভিতরে থাকছে তিনটি সুবিধা। তা হলো Windows notebook,Android tablet & Desktop PC . ভাবতেই ভালো লাগছে কারন একটি ডিভাইস এর ভিতরেই এখন সব কিছু করতে পারবো। Asus ডিভাইস টির নামকরন করেন Transformer Book Trio এবং এই ডিভাইস টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে একটি ট্যাবলেট ও কিবোর্ড প্যাড যাতে ডেস্কটপ এর জন্যে দ্বিতীয় প্রসেসর টি ষ্টোর করা হয়েছে। তাহলে চলুন দেখি ডিভাইস টির সম্পূর্ণ ডিটেইলস ও কিছু ছবি।

এক্সট্রা কিবোর্ড প্যাড টি ছাড়া এই ডিভাইস টি নরমাল এন্ড্রয়েড ট্যাব হিসেবে ইউজ করা যাবে এবং কিবোর্ড প্যাড এর সাথে ডিভাইস টি Android 4.2ও Windows 8 হিসেবে ইউজ করতে পারবেন। নরমাল একটি টাচ বাটনের মাদ্ধমে খুব সহজেই আপনি অপারেটিং সিস্টেম মুভ করতে পারবেন। এছারাও ডিভাইস টিতে থাকছে সলিড স্টেট ড্রাইভ মানে SSD এবং যার ডাটা আপনি দুই অপারেটিং এ এক্সচেঞ্জ করতে পারবেন। এছারাও আপনি ডিভাইস টিকে এক্সটারনাল মনিটর এ কানেক্ট করতে পারবেন এমনকি ডেস্কটপ পিসি হিসেবেও ইউজ করতে পারবেন।

যাই হোক, চলুন দেখে নেই ডিভাইসটির Specification -

Display 11.6-inches, 1920 x 1080 Pixel, IPS
Processor Tablet: Intel Atom, 16 GHz, Keyboard: Intel Core (up to an i7)
RAM/Internal Memory Tablet: 2 GB, Keyboard: 4GB / Tablet: 13/32/64 GB, Keyboard: Up to 1 TB
Camera 5 MP (Rear), 720p (Front)
Connectivity Bluetooth 4.0, USB 3.0, Mini DisplayPort, Micro-HDMI, WLAN, microSD
Dimenions Tablet: 304.9 x 193.8 x 9.7 mm, Tastatur: 304.9 x 193.8 x 13.4 mm
WEight Tablet: 700 g, Keyboard: 1 kg
Battery Tablet: 19 Wh, Keyboard: 33 Wh
Operating System Android 4.2.2 Jelly Bean, Windows 8

Information on price and availability hasn’t been released by Asus yet, so when it becomes available, we’ll update the article accordingly.

Video : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Cyury_Ht-Fg

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩


দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে

সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো। এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না।

এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।

সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সম্প্রতি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ মার্চ মাসেই চট্টগ্রামের যানজট নিরসনের জন্য সার্কুলার ট্রেন চালু করার কথা জানিয়েছিলেন।




You Can ✿⊱╮ Like ✔ Tag ✔ Share ✔ ✿⊱╮ If you really Like

বিশ্বে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়ছে হু হু করে। এ সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। আর এ সংখ্যা বাড়াচ্ছে নিত্যনতুন ঘরানার স্মার্টফোন।

তবে এ বিপুল বাজারের চাহিদা মেটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হুয়াওয়ে এবং জেডটিই। অ্যাপল আর স্যামসাংকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি করতে চীনের এ দু প্রতিষ্ঠানই এ বছর বাড়তি উদ্যোগ নিয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এদিকে উন্নয়নশীল দেশগুলোতে ফিক্সডলাইন টেলিফোন নেটওয়ার্ক গ্রাহকদের ইন্টারনেটমুখী করতে ব্যর্থ হচ্ছে। এ ছাড়াও কলরেট দূর্বল হওয়ায় তা ইমার্জিং বাজারের জন্য মোটেও সহজলভ্য এবং ভোক্তাবান্ধব নয়। এ বাজার প্রতিযোগিতায় স্মার্টফোন অনেক বেশি গ্রাহককে ইন্টারনেটবান্ধব করে তুলছে। ইন্টারনেট গ্রাহক বাড়ার সঙ্গে যে কোনো দেশের অর্থনৈতিক কাঠামোও মজবুত হচ্ছে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও গতি পাচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পর ইমার্জিং মার্কেটে নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ায় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়ছে। টুইট এবং অনলাইন ভিডিও চাহিদায় এ ইন্টারনেটে বাজার তৈরি হচ্ছে।

তবে স্মার্টফোনের বাজারেও একচ্ছত্র কোনো অধিপত্য নেই। দামের কারণে এ গ্রাহক সংখ্যা যতটা গতিতে বাড়তে পারত তা এগোচ্ছে না। অর্থাৎ এখনও উন্নয়নশীল দেশের গ্রাহকেরা স্মার্টফোন আগ্রহী হলেও তা থেকে রীতিমত বঞ্চিত হচ্ছে।

এ প্রসঙ্গে ভারতি এয়ারটেলের ভারতের প্রধান নির্বাহী মনোজ কোহেলি বলেন, সাধারণ ফোন ছেড়ে নতুন গ্রাহকেরা সরাসরি স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। কিন্তু স্মার্টফোনের দামের আধিক্যের কারণে এ বাজার আরও সুসম্প্রসারিত হওয়ার পথে বাধাগ্রস্থ হচ্ছে।

এ মুহূর্তে প্রযুক্তিপ্রেমীরা মোবাইলের হাত ধরেই সরাসরি ইন্টারনেটের বিশ্বে প্রবেশ করছে। এ বিষয়ে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে তথ্যচিত্র তুলে ধরেন মনোজ কোহেলি।

এরই মধ্যে স্মার্টফোনের দাম কমিয়ে আনতে কাজ শুরু করেছে বিশ্বের শীর্ষ নির্মাতারা। তবে দামের আধিক্যেয় এগিয়ে আছে অ্যাপল আর স্যামসাং। এ মুহূর্তে দামের তালিকায় একেবারে ওপরে আছে আইফোন এবং গ্যালাক্সি এসথ্রি স্মার্টফোন।

এদিকে চীনের আরেক শীর্ষ নির্মাতা লেনোভো পিসি আর ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত হলেও এবারে দেখা মিলবে স্মার্টফোনের তালিকায়। এ মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহৎ স্মার্টফোন নির্মাতা হচ্ছে লেনোভো। আর শুধু চীনের বাজারে অবস্থান করেই তারা এ তালিকায় চলে এসেছেন।

তবে লেনোভো স্মার্টফোন এখন চীনের সীমানা ছাড়িয়ে ইন্দোনেশিয়া, ভারত এবং রাশিয়ায় ছড়িয়ে পড়ছে। মধ্যবিত্ত গ্রাহকের চাহিদা আর সামর্থ্যকে আমলে নিয়েই এ উৎপাদন পরিকল্পনা সাজানো হচ্ছে।

মধ্যবিত্তের জন্য চীনের দু বিখ্যাত নির্মাতা হুয়াওয়ে এবং জেডটিই অ্যাপল এবং স্যামসাংয়ের তুলনায় টাচস্ক্রিন, দ্রুত গতির প্রসেসর এবং ভালো মানের ক্যামেরাযুক্ত ১০০ ডলারের স্মার্টফোন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। এ নিয়ে উন্নয়ন কাজও চলছে অবিরাম।

তবে ইমার্জিং এশিয়ায় স্মার্টফোনের ব্যাপক বাজার চাহিদা তৈরি হচ্ছে। ২০১২ সালের হিসাবে আফ্রিকার মাত্র ৪ ভাগ গ্রাহক স্মার্টফোন ব্যবহার করে। তবে এ পরিসংখ্যান এশীয় অঞ্চলে এসে ১১ ভাগে উন্নীত হয়েছে। তবে স্মার্টফোনের ভোক্তার হিসাবে ৪৭ ভাগ দখলে নিয়েছে উত্তর আমেরিকা।

প্রসঙ্গত, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যেই ১৬০ কোটি নতুন স্মার্টফোন গ্রাহক তৈরি হবে। আর এ বিপুল সংখ্যাক গ্রাহকের ৬১ ভাগই এশীয় অঞ্চলের নিয়ন্ত্রণে থাকবে। মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধিতে আফ্রিকা ৬.৫ ভাগ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে উঠে এসেছে। টেলিকম গবেষণা উপদেষ্টা প্রতিষ্ঠান লেনোভো এ তথ্য দিয়েছে।

এ প্রসঙ্গে লেনোভোর প্রধান নির্বাহী ইয়াঙ্গ ইয়াংকিং বলেন, স্মার্টফোনের বাজারে কঠিন দামের প্রতিযোগিতা থাকার পরও শুধু চীনে ১৩০ কোটি স্মার্টফোন গ্রাহক তৈরি হয়েছে। ২০১২ সালে পুরো বিশ্বের মোবাইল ফোন বিক্রির ৭০ ভাগই ছিল স্মার্টফোন। এ চাহিদা এশিয়া এবং রাশিয়ায় সবচেয়ে বেশি বাড়ছে।

চীনের লেনোভো স্মার্টফোন ব্যবসায়ীকভাবে সফল। আর এ ধারা এশিয়ার বাজারেও ছড়িয়ে যাবে। ফলে দামের তুলনায় এশিয়ার বাজারে লেনোভো স্মার্টফোন শক্ত বাজার চাহিদা তৈরি করবে।

News Source :বাংলানিউজটোয়েন্টিফোর

বিশ্বের অন্য বাজারে অপারেটদের সঙ্গে ব্যবসা চুক্তির সুবাদে স্মার্টফোনের দাম অনেকাংশে কমিয়ে এনে লোভনীয় দামে বিক্রি করা সম্ভব। কিন্তু এশিয়ার বাজারে শুধু পণ্যের ওপরই এ দাম পুরোপুরি নির্ভর করে। ফলে এ বাজারে নতুন চুক্তিতে স্মার্টফোনের দাম কমিয়ে আনার পরিকল্পনাও করছে শীর্ষ নির্মাতারা।
আইফোনটির যন্ত্রাংশের দামের একটি হিসাব করেছে। ইউবিএমের হিসাব অনুসারে আইফোন পঁাচ তৈরিতে অ্যাপলের যন্ত্রাংশ বাবদ খরচ হয়েছে ১৬৮ ডলার। তুলনামূলকভাবে আইফোন ৪ এসের খরচ ছিল ১৩৩ ডলার আর আইফোন ৪ এর খরচ ছিল ১১২ ডলার। আইফোন ৫ এ সবচেয়ে দামি যন্ত্রটির নাম এ৬ প্রসেসর, যা তৈরিতে খরচ পড়েছে ২৮ ডলার। এরপর রয়েছে ২৫ ডলার মূল্যের ফোরজি এলটিই মডেম, ১৮ ডলারের ডিসপ্লে।
প্রযুক্তি বিশ্লেষকরা হিসেব করে দেখেছেন ১৬ গিগাবাইট মডেলের আইফোন ৫ তৈরিতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে সাকুল্যে তার দাম পড়েছে ১৬৮ ডলার, আর অ্যাপল তা বিক্রি করছে ৬৪৯ ডলারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইউবিএম ১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন প্রযুক্তি বিশ্লেষকরা অবশ্য আইফোন ৫ বিশ্লেষণ না করেই এই হিসাব করায় এ হিসাব যে একেবারে সঠিক তা মনে করছেন না। ২১ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে আইফোন ৫। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন এ বছরের শেষ নাগাদ আইফোন ৫ নিয়ে ব্যবসা করে প্রায় ৩৬০ কোটি ডলার ঘরে তুলবে অ্যাপল। এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইফোন ৫ এর ব্যবসা যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • 120312-iphone


অবাক হচ্ছেন? সত্যি অবাক করা এই কাণ্ডটি ঘটাতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি দল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) থেকে শিক্ষার্থীদের পাঁচটি দল এবার নাসার লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে। আর এই প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার কেনেডি স্পেস সেন্টারে তৈরি করা হয়েছে কৃত্রিম চাঁদ। যেখানে চাঁদের বালুর আদলে তৈরি করা হয়েছে একটি জায়গা, যার পরিবেশ থাকবে চাঁদের পরিবেশের মতো। সেই চাঁদের আদলে তৈরি জায়গা থেকেই বালু তুলে আনতে হবে রোবটের মাধ্যমে। অস্ট্রেলিয়া, কানাডা, কলাম্বিয়া, পোল্যান্ড, মেক্সিকো ও ভারতসহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতার আসর বসবে ২০ থেকে ২৪ মে।
এই মহারণে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবট কারিগরের দল ‘বুয়েট মেকাট্রন’। ২০ জন শিক্ষার্থীর এই দলটি তৈরি করেছে প্রতিযোগিতা উপযোগী রোবট। শিক্ষার্থীদের এই দলের মধ্য থেকে ১২ জন তাদের রোবট নিয়ে হাজির হবেন নাসার কেনেডি স্পেস সেন্টারে। তাঁরা হলেন জাবির আহমেদ, রেজওয়ান আহমদ, পারভেজ আহমদ, তানভীর আলম, এম এ আওয়াল, এস এম সায়েক ইবনে ফারুকী, মোহাম্মদ নাসিম ইমতিয়াজ খান, আদিব নাইহান, জুবায়ের ইবনে রব্বানি, আজিমুর রহমান, কে এম মফিজুর রহমান, খন্দকার সামিউর জামান, ইকরাম শিমুল, নাবিদ মুস্তফা। চুয়েটের দলটির নাম ‘চুয়েট টার্মিনেটরস’ তাদের রোবটের নাম টার্মিনেটর। চার সদস্যের এই দলের সদস্যরা হলেন শায়েখ আহমেদ, রিমি ইশান, রিফাত মাহমুদ, নাহিন বাহার চৌধুরী।
প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দলের নাম ‘টিম এনএসইউ নাসা লুনাবোটিকস-১৩’. সাত শিক্ষার্থীর এই দলে আছেন জুবায়ের এম তানভির, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম খান, মিনহাজ আহমেদ, তৌফিক জামান, শাহরিয়ার তাসরিফ ও নিকিতা মাহজাবিন।

রোবট ‘লুনাশিয়ান জি-২’ নিয়ে প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী ইশতিয়াক রহমান, রিয়াসাত সিয়াম ইসলাম, আবরার আহমেদ, মেহরান নাজিব, আশিক উল্লাহ মোহাম্মদ, জিসান মনসুর আলী, আসিফ আল নূর, শদমান নাফিস, এ এফ এম জুনায়েদ, আসিফ নেওয়াজ খান, আবদুল্লাহ বিন শামস, ইমতিয়াজ নূর, আদিব বিন রশীদ ও সানাউল ইসলাম।


আসুন শেয়ার করে তাদের সফলতা কামনা করি

আপনাদের প্রিয় ব্লগ টিউনারপেজে যুক্ত করা হয়েছে চমৎকার একটি নতুন ফিচার নাম করন করা হয়েছে "যাদুর বাক্স"। ব্লগের যে কোন পেজে গিয়ে উপরে মেনুতে যাদুর বাক্স এ কয়েকবার ক্লিক করেই দেখুন..বার বার ক্লিক করতেই থাকবেন...

টিউনারপেজ - অ,আ,ক,খ প্রযুক্তি এখন আমার ভাষায়।
http://www.tunerpage.com/



সম্প্রতি বাংলাদেশে হ্যাকড হয়ে থাকা কয়েকটি ওয়েবসাইটের মধ্যে থেকে আজ মঙ্গলবার মধ্য রাতে ৪ টি সাইট রিস্টোর করে দিয়েছে বাংলাদেশ সাইবার আর্মি নামের দেশি হ্যাকার সংগঠন। বাংলাদেশ সাইবার আর্মির অফিসিয়াল ক্রু কে এম মুত্তাকী টিউনারপেজ-কে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, টুইস্টার নামের একজন অথবা একাধিক ব্যাক্তির একটি গ্রুপ বিভিন্ন সাইট হ্যাক করছে। এবং তাদের ইতোপূর্বে কোন হ্যাকিং এ অংশ নিতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, আমরা কোন বিডি সাইটের দূর্বলতা পেলে সাথে সাথে তা নিজ দায়িত্বে সাইটের এডমিন কে মেইল করে জানিয়ে দেই এবং তার যদি কোন সাহায্য প্রয়োজন হয় সেটা আমরা সাথে সাথে করি। এ ব্যাপারে আমাদের টিম খুবই আন্তরিক।

কিছুদিন আগে সরকারি একটি ওয়েবসাইট এ একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। যা বর্তমানে আর নেই। আমি আমার টিমের পক্ষ হতে বিভিন্ন সরকারী সাইটের দুর্বলতা বের করে তাদের মেইল করে দেই। আমরাই প্রথম উনাদের ইনফরম করি। তারপর তারা সাইটটির সমস্যার সমাধান করে।

বাংলাদেশ সাইবার আর্মির সম্প্রতি এক্টিভিটি কম কেন? জানতে চাইলে কে এম মুত্তাকী বলেন, আমরা এডমিন এবং মোডারেটরদের সিক্রেট গ্রুপে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা অতি দ্রুত আবার পাবলিকলি ব্যাক করবো।

বাংলাদেশ সাইবার আর্মির রিস্টোর করা সাইটের তালিকা :
http://www.tunerpage.com/archives/219601



নবাবগঞ্জে শিকারীপাড়া ইউনিয়ন পাঞ্জিপহরী গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র মো:ইমাদ শেখ বিদ্যুৎ ছাড়াই মোবাইল চার্জার আবিষ্কার করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।

এলাকায় মেধাবি ছাত্র হিসাবে পরিচিত ওয়াহেদ শেখের পুত্র মো:ইমাদ ইমাদ দাউদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শাখার (রোল: ৫) ছাত্র। এই নতুন ধরনের চার্জারের আবিষ্কারক মো: ইমাদ নিউজ ৩৯ কে বলেন দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জার আবিষ্কারের চেষ্টা চালিয়ে আসছিলাম। তারই ফসল হিসেবে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর কোন ধরনের বৈদ্যুতিক সহযোগিতা ছাড়াই মোবাইল চার্জেও আবিষ্কার করেছি। এ প্রক্রিয়ায় বাইসাইকেলের সাহায্যে মোবাইল চার্জ দেয়া সম্ভব হবে। এ পদ্ধতিতে বাইসাইকেলের মাধ্যমে সৃষ্ট মোবাইল চার্জ বিদ্যুতের চার্জের মতো কাজ করবে। যা দীর্ঘক্ষণ মোবাইলের চার্জ ধরে রেখে গ্রাহকদের সেবা প্রদানে সক্ষম হবে।

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

*****Teletalk 3G mobile broadband internet plans !*****


3G PREPAID BROADBAND INTERNET DATA PLANS ~

► speed up to 128kbps :
• 10MB@8tk +vat (1 days validity). to buy, type D7 and send to 111
• 2GB@350tk +vat (30 days validity). to buy, type D11 and send to 111
• Unlimited : 650TK +vat (30 days validity),to buy, type D12 and send SMS to 111.

► speed up to 256kbps :
• 1GB@175tk +vat (10 days validity). to buy, type D14 and send to 111
• 4GB@600tk +vat (30 days validity). to buy, type D16 and send to 111
• Unlimited : 1050tk +vat (30 days validity). to buy, type D17 and send to 111

► speed up to 512kbps :
• 1GB@200tk +vat (10 days validity). to buy, type D19 and send to 111
• 1GB@300tk +vat (30 days validity). to buy, type D31 and send to 111
• 2GB@500tk +vat (30 days validity). to buy, type D20 and send to 111
• 3GB@625tk +vat (30 days validity). to buy, type D21 and send to 111
• 10GB@1000tk +vat (30 days validity). to buy, type D22 and send to 111
• Unlimited : 1500tk +vat (30 days validity). to buy, type D32 and send to 111

► speed up to 1mbps :
• 4GB@800tk +vat (30 days validity). to buy, type D25 and send to 111
• 8GB@1200tk +vat (30 days validity). to buy, type D26 and send to 111

► speed up to 2mbps :
• 10GB@2500tk +vat (30 days validity). to buy, type D27 and send to 111

► speed up to 4mbps :
• 8GB@3000tk +vat (30 days validity). to buy, type D29 and send to 111
• 20GB@6500tk +vat (30 days validity). to buy, type D30 and send to 111

# To upgrade from your existing 2G to 3G services, write 3G and send to 666. The upgradation fee is Tk. 250. After successful upgradation, Tk. 250 will be deducted from subscriber’s balance and will get FREE Bundle of 1GB data and 50 min video and respective 3G package will be activated and notified through SMS.

Internet data package link :
http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_dongle_plan.php



স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে গ্যালাক্সি নোট ৮ দেখালো দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই বিক্রি শুরু হবে স্যামসাংয়ের নতুন ট্যাবলেটটি।

অন্যান্য ৭ ইঞ্চি ট্যাবলেটের তুলনায় আকারে একটু চওড়া নোট ৮। ওজনে দশমিক ৭৪ পাউন্ড, যা আইপ্যাড মিনির তুলনায় সামান্য ভারি। নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে এস পেন দিয়ে মেন্যু, হোম বাটন, এবং ব্যাক বাটনগুলো ব্যবহারের সুবিধা। ট্যাবলেটটির একদম নিচেই রয়েছে দু’টি স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং এস পেন স্লট।

সেটটির ডান পাশে রয়েছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট। ভলিউম কন্ট্রোল আর পাওয়ার/স্লি বাটনগুলো রয়েছে বাম পাশে।

অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে গ্যালাক্সি নোট ৮। এতে রয়েছে ১.৬ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ২জিবি র‌্যাম। ১৬ জিবি এবং ৩২ জিবি দু’টি মডেলেই পাওয়া যাবে ট্যাবলেটটি। থ্রিজি এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা পাবেন ট্যাবলেটটির ব্যবহারকারীরা। আর ট্যাবলেটটির ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ৮ ইঞ্চি এইচডি স্ক্রিন তো আছেই।

More dtls : http://www.androidkothon.com/post-id/2929


ল্যাপটপ মেলায় ঘুরে আসুন Gadget Gang 7 থেকে:
http://www.androidkothon.com/post-id/2901


ল্যাপটপ মেলায় দেখে আসতে পারেন Riverside Trade Link এর স্টলে:
http://www.androidkothon.com/post-id/2914


*****A4TECH P-300 Laptop Speaker 20% Discount - 1,599 BDT*****

*****Breaking News !!!*****

Samsung Galaxy S2 out of Samsung Mobile Bangladesh market, tara ei set BD tay anbay na, akhon theke Galaxy S series ar Samsung Galaxy S3 sell korbe Samsung Galaxy S4 asar aag pojonto...


*****Coming soon Samsung Galaxy S4 next month...*****

How many like , comments & share for this New arrival Samsung Galaxy S4 ~


*****Banglalion Prepaid Modem *****

*****Robi-Robi MB Transfer*****


To transfar 10 mb dial *141*712*11*received number#
To tranfar 25 mb dial *141*712*9*received number#
To tranfar 60 mb dial *141*712*4*received number#

To more understand dial *141*1#


বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

ফাইল শেয়ারিং ( MediaFire & HotFile ) সাইটের ফাইল খুঁজুন খুব সহজে ।

বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য আমরা ফাইল ভাগাভাগি বা শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি । কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোন ব্যবস্হা থাকে না । যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না । তবে বিকল্প উপায়ে অন্যান্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে । এরকম দুইটি ঠিকানা হলো -
মিডিয়াফায়ারট্রেড -
জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট http://www.mediafire.com - এর যেকোন ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন । মিডিয়াফায়ারের সার্চ ইন্জিন হিসেবে ব্যবহারিত এই সাইটির ঠিকানা হল http://www.mediafiretrend.com

হটফাইল - জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট http://www.hotfile.com - এর ফাইল খুঁজে বের করতে পারবেন http://www.hotfile123.com - ঠিকানার সাইটে গিয়ে ।
ভালবাসি প্রযুক্তি কে তাইতো বার বার ফিরে আসি প্রযুক্তির দ্বারে ।

হাই বন্ধুরা কেমন আছো । নিশ্চয় ভালো আছো সকলে । হ্যাঁ আমি জানি আমার সকল বন্ধু ভালই আছে । কারণ তারা সকলেই ভালোর দলে ।

যাক সকলে ভালো থাকুক এটাই আমি চাই ।

আজ আপনাদের আমি এমন একটি জাভা সফটওয়্যার দিব যেটার দ্বারা আপনারা আপনাদের মোবাইল সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন । কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না ।

আর একটি কথা । এটার সাইজ অতি নগন্য ।
তাহলে আর দেরি না করে এখনি ডাউনলোড করুন । ডাউনলোড করতে ক্লিক মারুন (এখানে ডাউনলোড লিংক)
ডেস্কটপ কম্পিউটার

কম্পিউটার চালু হচ্ছে না
১. পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা
২. পাওয়ার বাটনের সমস্যা
৩. র‌্যামের সমস্যা
৪. প্রসেসরের সমস্যা

সমাধান
১. পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় সব ক্যাবল লাগানো আছে কিনা চেক করুন।
২. কেসিং এর পাওয়ার বাটন চেক করুন।
৩. ইন্টারনাল স্পীকার একের অধিক বীপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যা মের সমস্যা। র্যা ম বদলাতে হবে।
৪. প্রসেসর ঠিকমতো বসানো আছে কিনা এবং কুলিং ফ্যান চেক করুন।

কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে

১. ভাইরাসের কারণে
২. এন্টিভাইরাসের সমস্যার কারণে
৩. কোনো বিশেষ অসামঞ্জস্যপূর্ণ সফটওয়ার ইন্সটলের কারণে
৪. অপারেটিং সিস্টেমের সমস্যার জন্য

সমাধান
১. এন্টিভাইরাস দিয়ে পুরো পিসি ভালো করে স্ক্যান করুন।
২. একাধিক এন্টিভাইরাস পিসিতে ইন্সটল করবেন না।
৩. যদি বিশেষ কোনো সফটওয়ার ইন্সটল করার পর থেকে সমস্যাটি দেখা দিয়ে তাহলে সেটি মুছে ফেলুন।

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩


গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে।
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

It News BD 24/7

Photo: গ্যালাক্সি ফেম প্রদর্শন করল স্যামসাং -

গ্যালাক্সি ইয়াংয়ের মতো আরো একটি বাজেটবান্ধব স্মার্টফোন প্রদর্শন করল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ইয়াংয়ের আদলে স্মার্টফোনটি তৈরি করা হলেও এটির যন্ত্রাংশ আরো উন্নত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি ফেমের ডিসপ্লে ৩ দশমিক ৫ ইঞ্চি। এ ডিসপ্লেতে হাই ডেফিনিশনের ভিডিও দেখা যাবে। এটির ওজন ১২০ গ্রামের কিছু বেশি। পেছনে এলইডি ফ্ল্যাশের ৫ মেগাপিক্সেল এবং সামনে একটি ভিজিএ ক্যামেরা রাখা হয়েছে।
১ গিগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইটের কিছু কম র্যাম গ্যালাক্সি ফেমে। এর অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৪ গিগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি সুবিধা রাখা হয়েছে এ স্মার্টফোনে। এছাড়া এস বিম প্রযুক্তির মাধ্যমে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে এটির তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। স্যামসাংয়ের অ্যাপ স্টোরের কিছু অ্যাপ বিল্ট ইন হিসেবে এ ডিভাইসে রাখা হয়েছে। স্যামসাং কাইস, চ্যাটঅন এবং গুগলের কিছু অ্যাপও রয়েছে এ ডিভাইসে। 
সাদা ও নীল এ দুই রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনো নির্দিষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এর দাম গ্যালাক্সি ইয়াংয়ের মতোই হবে ।

It News BD 24/7
Grameenphone introduces 5 different Bundle packs of Talk-time, SMS, Internet data & MMS for its prepaid customers !

Details about the offer is given below:

• Bundle 1 : 20mins (GP-GP) & 5 sms (GP-GP) , 5 mms (GP-GP) ,5 MB data @ 5Tk + VAT. Validity 1 day,Usable Time ( 12am-8am), to buy Type Start M1 & send to 9999 & to Stop type Stop M1 & send to 9999

• Bundle 2 : 10mins (GP-GP & GP-Others) & 10 sms (GP-GP) , 10 mms (GP-GP) ,10 MB data @ 10Tk + VAT. Validity 1 day, to buy Type Start M2 & send to 9999 & to Stop type Stop M2 & send to 9999

• Bundle 3 : 60mins (GP-GP & GP-Others) & 25 sms (GP-GP) , 25 mms (GP-GP) ,25 MB data @ 50Tk + VAT. Validity 5 days, to buy Type Start M3 & send to 9999 & to Stop type Stop M3 & send to 9999

• Bundle 4 : 128mins (GP-GP & GP-Others) & 50 sms (GP-GP) , 50 mms (GP-GP) ,50 MB data @ 100Tk + VAT. Validity 12 days, to buy Type Start M4 & send to 9999 & to Stop type Stop M4 & send to 9999

• Bundle 5: 498mins (GP-GP & GP-Others) & 100 sms (GP-GP) , 100 mms (GP-GP) ,100 MB data @ 299Tk + VAT. Validity 30 days, to buy Type Start M5 & send to 9999 & to Stop type Stop M5 & send to 9999

► offer details/conditions:

• 10 sec pulse will be applicable on free minutes

• Free minutes will be applicable for GP-GP & GP-Other operator call cases including F&F, Super F&F and Community

• in the validity period if customer purchases another bundle, then the validity of bundle will be extended accordingly from the day of purchase and previous volume will be added on

• Multiple purchase is possible but a customer can purchase each bundle maximum 2 times in a Day

• “My Zone” Customer can also enjoy the offer but discount will be applicable after end of the bundle

• In case of existing Data Volume based customers volume will be added with their existing package volume and system will consider the maximum validity date.

• This offer will running 7th Feb, 2013 to till further notice.

More detail : http://www.grameenphone.com/whats-new/5-bundle-offers-you

• for further assistance, please call 121 or visit It News BD 24/7
Photo: Grameenphone introduces 5 different Bundle packs of Talk-time, SMS, Internet data & MMS for its prepaid customers !

 Details about the offer is given below:

 • Bundle 1 : 20mins (GP-GP) & 5 sms (GP-GP) , 5 mms (GP-GP) ,5 MB data @ 5Tk + VAT. Validity 1 day,Usable Time ( 12am-8am), to buy Type Start M1 & send to 9999 & to Stop type Stop M1 & send to 9999

 • Bundle 2 : 10mins (GP-GP & GP-Others) & 10 sms (GP-GP) , 10 mms (GP-GP) ,10 MB data @ 10Tk + VAT. Validity 1 day, to buy Type Start M2 & send to 9999 & to Stop type Stop M2 & send to 9999

 • Bundle 3 : 60mins (GP-GP & GP-Others) & 25 sms (GP-GP) , 25 mms (GP-GP) ,25 MB data @ 50Tk + VAT. Validity 5 days, to buy Type Start M3 & send to 9999 & to Stop type Stop M3 & send to 9999

 • Bundle 4 : 128mins (GP-GP & GP-Others) & 50 sms (GP-GP) , 50 mms (GP-GP) ,50 MB data @ 100Tk + VAT. Validity 12 days, to buy Type Start M4 & send to 9999 & to Stop type Stop M4 & send to 9999

 • Bundle 5: 498mins (GP-GP & GP-Others) & 100 sms (GP-GP) , 100 mms (GP-GP) ,100 MB data @ 299Tk + VAT. Validity 30 days, to buy Type Start M5 & send to 9999 & to Stop type Stop M5 & send to 9999

 ► offer details/conditions:

 • 10 sec pulse will be applicable on free minutes

 • Free minutes will be applicable for GP-GP & GP-Other operator call cases including F&F, Super F&F and Community

 • in the validity period if customer purchases another bundle, then the validity of bundle will be extended accordingly from the day of purchase and previous volume will be added on

 • Multiple purchase is possible but a customer can purchase each bundle maximum 2 times in a Day

 • “My Zone” Customer can also enjoy the offer but discount will be applicable after end of the bundle

 • In case of existing Data Volume based customers volume will be added with their existing package volume and system will consider the maximum validity date.

 • This offer will running 7th Feb, 2013 to till further notice.

More detail : http://www.grameenphone.com/whats-new/5-bundle-offers-you

 • for further assistance, please call 121 or visit It News BD 24/7

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ওলো দাবি করেছে যে, আমরাই বাজারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে গড়ে উঠব। যেহেতু বৈদেশিক বিনিয়োগ কোম্পানির অপারেশনে একটি ভূমিকা রাখছে সেহেতু শুরু থেকেই আমরা কঠোরভাবে বাংলাদেশের বিধি ও বিধান নিয়ন্ত্রক সংস্থা দ্বারা ধার্য নিয়ম মেনে চলছি। বিটিআরসি আমাদের অপারেশন কয়েকবার পরিদর্শন করেছে এবং সেখান থেকে পুরোপুরি নিশ্চিত যে আমাদের দিক থেকে কোন আইন লংঘন করা হয়নি। আমরা আমাদের আইএসপি লাইসেন্সের সঙ্গে সঙ্গতি রেখেই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের গ্রাহকদের যে ইন্টারনেট সেবা দিয়ে থাকি তা কখনোই মোবাইল ইন্টারনেট সেবা বলে প্রচার করা হয়নি এবং এটিই অন্যান্য লাইসেন্সের আওতাভুক্ত অপারেটর থেকে আমাদের পার্থক্য। যখন অন্যরা কথা বলছে, তখন আমরা প্রতিযোগিতামূলক রেটে এবং সাশ্রয়ী মূল্যেই ইন্টারনেট সেবা প্রদান করে আমাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলছি।

Stay always with It News BD 24/7

Photo: ওলোর নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে 

 ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ওলো দাবি করেছে যে, আমরাই বাজারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে গড়ে উঠব। যেহেতু বৈদেশিক বিনিয়োগ কোম্পানির অপারেশনে একটি ভূমিকা রাখছে সেহেতু শুরু থেকেই আমরা কঠোরভাবে বাংলাদেশের বিধি ও বিধান নিয়ন্ত্রক সংস্থা দ্বারা ধার্য নিয়ম মেনে চলছি। বিটিআরসি আমাদের অপারেশন কয়েকবার পরিদর্শন করেছে এবং সেখান থেকে পুরোপুরি নিশ্চিত যে আমাদের দিক থেকে কোন আইন লংঘন করা হয়নি। আমরা আমাদের আইএসপি লাইসেন্সের সঙ্গে সঙ্গতি রেখেই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের গ্রাহকদের যে ইন্টারনেট সেবা দিয়ে থাকি তা কখনোই মোবাইল ইন্টারনেট সেবা বলে প্রচার করা হয়নি এবং এটিই অন্যান্য লাইসেন্সের আওতাভুক্ত অপারেটর থেকে আমাদের পার্থক্য। যখন অন্যরা কথা বলছে, তখন আমরা প্রতিযোগিতামূলক রেটে এবং সাশ্রয়ী মূল্যেই ইন্টারনেট সেবা প্রদান করে আমাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলছি। 

Stay always with It News BD 24/7

*****Airtel prepaid new data pack*****

1. 400MB/15days (24 hours) @ tk150. Dial *321*7*1*10# to activate.
2. 1GB/15days (1am to 8am) @ tk150. Dial *321*7*1*11# to activate.

Activation time :
Once you receive a confirmation SMS that you have subscribed to volume pack, your usage will be captured under volume pack.

Pack Purchase Policy:
No internet pack can be purchased between 0:00 hour (12:00 am at night) to 02:00 hour (2:00 am at night) in a given day. However, you can use internet in that time.

Important Note:

** You can send SMS 'PG2' to 5000 for 10KB/paisa rate +VAT.
Subscriber can buy multiple packs at the same day.
** If you choose, 10 paisa internet, then you will be able to browse on 10KB/paisa rate + VAT, till the validity period
** To check internet balance & validity period, please dial *778*4# (free).
** Once the 'Data Volume' is consumed, meaning internet balance is between 0 to 1 MB, but validity period has not expired yet, you cannot use anymore internet.
** If you have purchased a volume pack, irrespective to his data balance in DA4 account, s/he can purchase as many data packs as s/he wants. Data Volume will accumulate but Validity date will stand as per latest purchased pack validity
# 15 % VAT applicable.
Photo: ~ Airtel prepaid new data pack ~

 1. 400MB/15days (24 hours) @ tk150. Dial *321*7*1*10# to activate.
 2. 1GB/15days (1am to 8am) @ tk150. Dial *321*7*1*11# to activate.

Activation time :
 Once you receive a confirmation SMS that you have subscribed to volume pack, your usage will be captured under volume pack.

Pack Purchase Policy:
 No internet pack can be purchased between 0:00 hour (12:00 am at night) to 02:00 hour (2:00 am at night) in a given day. However, you can use internet in that time.

Important Note:

 ** You can send SMS 'PG2' to 5000 for 10KB/paisa rate +VAT.
 Subscriber can buy multiple packs at the same day.
 ** If you choose, 10 paisa internet, then you will be able to browse on 10KB/paisa rate + VAT, till the validity period
 ** To check internet balance & validity period, please dial *778*4# (free).
 ** Once the 'Data Volume' is consumed, meaning internet balance is between 0 to 1 MB, but validity period has not expired yet, you cannot use anymore internet.
 ** If you have purchased a volume pack, irrespective to his data balance in DA4 account, s/he can purchase as many data packs as s/he wants. Data Volume will accumulate but Validity date will stand as per latest purchased pack validity
# 15 % VAT applicable.

Stay with It News BD 24/7

ডেলের ইন্সপাইরন ১৪-৩৪২১ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। হালকা-পাতলা গড়নের এই ল্যাপটপটিতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের কোরআই-৩ আলট্রা লো ভোল্টেজ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি পর্দা, বিল্ট-ইন ইন্টেল গ্রাফিকস, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, থ্রি-ডি অডিও ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৩৯ হাজার ৫০০ টাকা।