• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩


গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।

Photo: থ্রিজি গাইডলাইন পরিবর্তন সিদ্ধান্তে অ্যামটবের উদ্বেগ -

গাইডলাইন পরিবর্তন করে ওয়াইমেক্সের নামে নতুন প্রতিষ্ঠানকে থ্রিজি, ফোরজি ও এলটিই সুবিধাসহ লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

২৬০০ ব্র্যান্ডে ওয়াইমেক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে মোবাইল ফোন অপারেটররাও পৃথকভাবে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও মন্ত্রণালয়কে।

অ্যামটব তাদের চিঠিতে বিস্ময় প্রকাশ করে বলেছে, আইটিইউ নিয়ম অনুযায়ী ২৬০০ মেগাহার্টজের ব্র্যান্ডউইথ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন ব্যান্ডউইথ। যা মোবাইল অপারেটরদের ভবিষ্যৎ প্রয়োজনের ব্যবহার করার জন্য বরাদ্দ।

যা ওয়াইমেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল।

থ্রিজির জন্য ২১০০ ব্র্যান্ডে যেখানে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ১৫৫ কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেখানে ২৬০০ ব্র্যান্ডের তরঙ্গের মূল্য কী করে মাত্র সোয়া কোটি টাকা নির্ধারণ করা হয়।

অ্যামটব মহাসচিব টিআইএন নূরুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বিডব্লিউর গাইডলাইন সংশোধনের বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে আছেন।

তিনি বলেন, থ্রিজিতে চূড়ান্ত বিনিয়োগ করার আগে এ বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবতে হবে।

1 টি মন্তব্য:

  1. 1xbet korean: Where is 1xbet korean - KROKER
    2. How is 1xbet korean classified? · 인카지노 1. Which Asianbookie is 1xbet korean? · 2. Which 1xbet is 제왕카지노 Asianbookie for betting on 1xbet korean? · 3. What does 1xbet 2banned by the

    উত্তরমুছুন