যদি আপনার ২০% রিজার্ভ করা নেট স্পীড বন্ধ করা না থাকে তাহলে নিচের পদ্ধতি অনুযায়ী করে নিন ।
Limit Reservable Bandwidth এ ক্লিক করলেই দেখবেন লিখা আছে যে “If you disable this setting or do not configure it, the system uses the default value of 20 percent of the connection.”
সুতরাং আমাদের এটা enable করে configure করে Bandwith Limit 20% থেকে 0% করে দিতে হবে ।
তাহলে এটা আমাদের ২০% নেট স্পীড বাড়িয়ে দিবে ।
OK করার পর কম্পিউটার Restart দিন ।
এবার আমরা Broadband লাইন এ কিছু কাজ করবোঃ
আমরা Broadband এর DNS Hack করবো ।
Network and Sharing Center ওপেন করুন
- Start এ ক্লিক করে Run ওপেন করুন ।
- Run এ লিখুন gpedit.msc এবং OK তে ক্লিক করুন ।
- Computer Configuration সিলেক্ট করুন
- Network এ ক্লিক করুন
- QOS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন
Limit Reservable Bandwidth এ ক্লিক করলেই দেখবেন লিখা আছে যে “If you disable this setting or do not configure it, the system uses the default value of 20 percent of the connection.”
সুতরাং আমাদের এটা enable করে configure করে Bandwith Limit 20% থেকে 0% করে দিতে হবে ।
তাহলে এটা আমাদের ২০% নেট স্পীড বাড়িয়ে দিবে ।
OK করার পর কম্পিউটার Restart দিন ।
এবার আমরা Broadband লাইন এ কিছু কাজ করবোঃ
আমরা Broadband এর DNS Hack করবো ।
Network and Sharing Center ওপেন করুন
Local Area Connection এ ক্লিক করুন
Properties button এ ক্লিক করুন
Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ক্লিক করুন । তারপর Properties এ ক্লিক করুন ।
Use the following DNS server address এ ক্লিক করে Preferred DNS server এ 208.67.222.222 বসিয়ে দিন । এবং Alternate DNS server এ ক্লিক করে 208.67.220.220 বসিয়ে দিন ।
সব কিছু Close করে ইন্টারনেট re-connect করুন । কাজ হবে ।
বিঃদ্রঃ
আপনার পূর্বের কোন DNS থাকলে তা সংরক্ষন করে রাখুন । যদি কাজ না হয় তা হলে
আগের মত সব করে ফেলুন । আমার Broadband লাইন নেই । তাই অবশই কাজ করবে কিনা
আমি Sure না ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন