স্পেনের
বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে গ্যালাক্সি নোট ৮ দেখালো
দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট
জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই বিক্রি শুরু হবে স্যামসাংয়ের নতুন ট্যাবলেটটি।
অন্যান্য ৭ ইঞ্চি ট্যাবলেটের তুলনায় আকারে একটু চওড়া নোট ৮। ওজনে দশমিক ৭৪ পাউন্ড, যা আইপ্যাড মিনির তুলনায় সামান্য ভারি। নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে এস পেন দিয়ে মেন্যু, হোম বাটন, এবং ব্যাক বাটনগুলো ব্যবহারের সুবিধা। ট্যাবলেটটির একদম নিচেই রয়েছে দু’টি স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং এস পেন স্লট।
সেটটির ডান পাশে রয়েছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট। ভলিউম কন্ট্রোল আর পাওয়ার/স্লি বাটনগুলো রয়েছে বাম পাশে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে গ্যালাক্সি নোট ৮। এতে রয়েছে ১.৬ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ২জিবি র্যাম। ১৬ জিবি এবং ৩২ জিবি দু’টি মডেলেই পাওয়া যাবে ট্যাবলেটটি। থ্রিজি এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা পাবেন ট্যাবলেটটির ব্যবহারকারীরা। আর ট্যাবলেটটির ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ৮ ইঞ্চি এইচডি স্ক্রিন তো আছেই।
More dtls : http://www.androidkothon.com/post-id/2929
অন্যান্য ৭ ইঞ্চি ট্যাবলেটের তুলনায় আকারে একটু চওড়া নোট ৮। ওজনে দশমিক ৭৪ পাউন্ড, যা আইপ্যাড মিনির তুলনায় সামান্য ভারি। নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে এস পেন দিয়ে মেন্যু, হোম বাটন, এবং ব্যাক বাটনগুলো ব্যবহারের সুবিধা। ট্যাবলেটটির একদম নিচেই রয়েছে দু’টি স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং এস পেন স্লট।
সেটটির ডান পাশে রয়েছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট। ভলিউম কন্ট্রোল আর পাওয়ার/স্লি বাটনগুলো রয়েছে বাম পাশে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে গ্যালাক্সি নোট ৮। এতে রয়েছে ১.৬ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ২জিবি র্যাম। ১৬ জিবি এবং ৩২ জিবি দু’টি মডেলেই পাওয়া যাবে ট্যাবলেটটি। থ্রিজি এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা পাবেন ট্যাবলেটটির ব্যবহারকারীরা। আর ট্যাবলেটটির ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ৮ ইঞ্চি এইচডি স্ক্রিন তো আছেই।
More dtls : http://www.androidkothon.com/post-id/2929
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন