• RSS
  • Facebook
  • Twitter
  • Linkedin

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

আইফোনটির যন্ত্রাংশের দামের একটি হিসাব করেছে। ইউবিএমের হিসাব অনুসারে আইফোন পঁাচ তৈরিতে অ্যাপলের যন্ত্রাংশ বাবদ খরচ হয়েছে ১৬৮ ডলার। তুলনামূলকভাবে আইফোন ৪ এসের খরচ ছিল ১৩৩ ডলার আর আইফোন ৪ এর খরচ ছিল ১১২ ডলার। আইফোন ৫ এ সবচেয়ে দামি যন্ত্রটির নাম এ৬ প্রসেসর, যা তৈরিতে খরচ পড়েছে ২৮ ডলার। এরপর রয়েছে ২৫ ডলার মূল্যের ফোরজি এলটিই মডেম, ১৮ ডলারের ডিসপ্লে।
প্রযুক্তি বিশ্লেষকরা হিসেব করে দেখেছেন ১৬ গিগাবাইট মডেলের আইফোন ৫ তৈরিতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে সাকুল্যে তার দাম পড়েছে ১৬৮ ডলার, আর অ্যাপল তা বিক্রি করছে ৬৪৯ ডলারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইউবিএম ১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন প্রযুক্তি বিশ্লেষকরা অবশ্য আইফোন ৫ বিশ্লেষণ না করেই এই হিসাব করায় এ হিসাব যে একেবারে সঠিক তা মনে করছেন না। ২১ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে আইফোন ৫। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন এ বছরের শেষ নাগাদ আইফোন ৫ নিয়ে ব্যবসা করে প্রায় ৩৬০ কোটি ডলার ঘরে তুলবে অ্যাপল। এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইফোন ৫ এর ব্যবসা যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • 120312-iphone

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন